× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলা : ম্যানসিটির ট্রেবল না জেতার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০০ পিএম

পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

সবশেষ মৌসুমটা ম্যানচেস্টার সিটির জন্য ছিল স্বপ্নের মতো। গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জিতে ‘ট্রেবল’ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল পেপ গার্দিওলার দল। ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের পর যে কীর্তি কেবল সিটিজেনদের। চলতি মৌসুমেও এখন পর্যন্ত ট্রেবল জয়ের দারুণ সুযোগ আছে সিটির। তিনটি প্রতিযোগিতাতেই ভালোভাবে টিকে আছে তারা।

তবে এবার সিটির ট্রেবল জেতার সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বয়ং গার্দিওলাই। সিটি কোচ বলেই দিয়েছেন, তিনি ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত, সিটি এবার ট্রেবল জিতবে না। কে জানে, সমর্থকদের প্রত্যাশার পারদটাকে সীমার মধ্যে রাখতেই গার্দিওলা এমন মন্তব্য করেছেন কি না!

প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যায় ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে ম্যানসিটি। ম্যাচটি জিততে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসবে গার্দিওলার দল। এমন পরিস্থিতিতে গার্দিওলা কি আবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন? তার উত্তর‘এটা একটি রূপকথা। এটা তার চেয়ে কঠিন। আমরা এভারটনকে হারানোর চেষ্টা করব এবং দেখব তারপর কী হয়। ৯৯.৯৯ শতাংশ সম্ভাবনা আছে যে আমরা ট্রেবল জিতব না। কারণ কেউ কখনোই এটি করে দেখাতে পারেনি।’

কাজটা কত কঠিন, তা মনে করিয়ে দিয়ে গার্দিওলা বলেছেন, ‘এটা যদি সহজ হতো, অন্য কোনো দল এটি করে দেখাত। সে সময় ম্যানচেস্টার ইউনাইটেড (সিটির আগে একমাত্র ট্রেবলজয়ী দল) করতে পারত। এটা সহজ নয়। এ কাজে সবকিছুই কঠিন।’

নিজেদের লক্ষ্য নিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘আমরা অতীতে কী করেছি তা কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনাকে প্রতি তিন দিন অন্তর কাজগুলো আবার করে দেখাতে হবে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকার জন্য। আশা করি আমরা মার্চ-এপ্রিলের একই অনুভূতি নিয়ে মে মাসে শিরোপা লড়াইয়ে নামতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা