× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ার্নকে ধসিয়ে শিরোপা দেখছে ‘নেভারকুসেন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম

লেভারকুসেন কোচ জাবি আলোনসো- ছবি: সংগৃহীত

লেভারকুসেন কোচ জাবি আলোনসো- ছবি: সংগৃহীত

বুন্দেসলিগাকে যেন নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। টানা ১১ মৌসুম ধরে জার্মানির লিগ ফুটবলের শিরোপা যাচ্ছে বাভারিয়ানদের শোকেসে। সব মিলিয়ে টুর্নামেন্টের ৩৩ বারের শিরোপাজয়ী তারা। এ কারণে অনেকে মজা করে বুন্দেসলিগাকে ডাকে ‘বায়ার্নলিগা’। এ মৌসুমে ট্রফি ছিনিয়ে নিতে পারলেই জার্মান লিগে তাদের রাজত্বটা দাঁড়াবে এক যুগের। দিনক্ষণ হিসাব করলে পুরো ছয় মাসও হাতে নেই। তার আগেই চ্যাম্পিয়ন দলকে পেয়ে যাবে জার্মান ফুটবল অনুরাগীরা। কিন্তু এবার সেটা নাও হতে পারে। তাদের হাত থেকে রাজত্ব কেড়ে নিতে পারে বায়ার লেভারকুসেন।

বুন্দেসলিগায় কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি লেভারকুসেন। প্রতিপক্ষের কাছে যাদের নাম দাঁড়িয়েছে ‘নেভারকুসেন’। সেই দলটি এবার বীরত্ব দেখিয়ে যাচ্ছে। বাভারিয়ানদের রাজ্যে হানা দিতে যাচ্ছে। থামাতে যাচ্ছে বায়ার্নের টানা লিগ জয়ের রথ। অবশ্য লিগে নিজেদের প্রথম দেখা ছিল অমীমাংসিত। অ্যারিয়াঞ্জ এরিনায় ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন ও লেভারকুসেন। ফিরতি লিগে এবার ঠিকই জয়ের মুকুট মাথায় তুলল আলোনসোর দল। শনিবার রাতে নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে রইল কোচ জাবি আলোনসোর শিষ্যরা। ২১ ম্যাচ খেলে ১৭ জয়ে শীর্ষে থাকা দলটির পুঁজি ৫৫ পয়েন্ট। সমান ম্যাচে তিন হারে বায়ার্নের সংগ্রহ ৫০ পয়েন্ট। 

অনেকেই ম্যাচটিকে দেখছিলেন শিরোপানির্ধারণী হিসাবে। ম্যাচটি লেভারকুসেন কোচ আলোনসোর জন্যও ছিল বিশেষ কিছু। চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন কোচ ইয়ুর্গেন ক্লপ, এমন গুঞ্জন ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। অ্যানফিল্ডে ক্লপের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন আলোনসো, উঠছে এমন কথাও। এ কারণে বায়ার্ন ম্যাচটি স্প্যানিশ ফুটবল গুরুর জন্য ‘অডিশন’ হিসেবেই মনে করছিলেন অনেকে। ইউরোপের গণমাধ্যমও বলছে, চলতি মৌসুমে লেভারকুসেনের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে লিভারপুলের কোচ হিসেবে আলোনসোর চাকরি পাওয়ার বিষয়টি। পরীক্ষার মঞ্চের সেই বৈতরণী ভালোভাবেই উতরে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা ফুটবলার।

বায়ার্নের বিপক্ষে ম্যাচ জয়ের পর শিষ্যদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত আলোনসো বলেন, ‘আমরা লড়াই করতে চেয়েছি। আমরা দারুণভাবে নিজেদের কাজটা করেছি। দলের শৃঙ্খলা এবং সংহতিও ছিল অসাধারণ। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যখন আমাদের পারফরম্যান্স করা জরুরি ছিল, আমরা তা করে দেখিয়েছি।’

রোমাঞ্চকর ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে লেভারকুসেন। তাই ক্লাবের ফুটবলারদের পারফরম্যান্সে যারপরনাই খুশি এ কোচ, ‘সব খেলোয়াড় নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে। আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি এবং তারা বলতে গেলে কোনো সুযোগই পায়নি। আমার দলটি দুর্দান্ত, অসাধারণ সব খেলোয়াড়। আমি একা এটা করতে পারতাম না। আমরা প্রাণশক্তিতে ভরপুর ছিলাম এবং এটাই মূল ব্যাপার ছিল। খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আছে এবং সেটাই আমাদের প্রয়োজন।’

শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে লেভারকুসেন। নাটকীয় কিছু না ঘটলে এবার চ্যাম্পিয়ন তারাই। কিন্তু তারপরও এখনই শিরোপা নিয়ে ভাবতে নারাজ এ স্প্যানিশ কোচ, ‘শিরোপা জয়ের সুযোগ? আমরা সে ব্যাপারে মে’তে কথা বলব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং নিজেদের পা মাটিতেই রাখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা