× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাবল ফিগারে ঢাকার হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

হেরেই চলছে খালেদ মাহমুদ সুজনের ঢাকা— ছবি : দুর্দান্ত ঢাকা

হেরেই চলছে খালেদ মাহমুদ সুজনের ঢাকা— ছবি : দুর্দান্ত ঢাকা

বিপিএলে শুরুর ম্যাচে চমকের পর এখন অবধি হেরেই চলছে ঢাকা। এক ‍দুই করে রাজধানীর দলটির হারের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১টির মাঝে ১০টি। সবশেষ আজ শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষেও পরাজয় রুখতে পারেনি তাসকিন আহমেদরা। চট্টগ্রামে ৫ উইকেটে জিতে অন্যদিকে টানা পাঁচ হারের বৃত্ত ভেঙেছে এনামুল হক বিজয়ের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাসকিনের বদলি টস করতে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। অধিনায়ক বদলে ভাগ্যে বদল আসেনি ঢাকার। আসরের আগের সব ম্যাচের মতো এদিনও ব্যাটিং ব্যর্থতায় পড়ে দলটি। ৭ উইকেট হারিয়ে ঢাকার জমা করা ১২৮ রান টপকাতে খুলনা খরচ করেছে ৫ উইকেট এবং ১৫.২ ওভার। ২৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে টাইগার্সরা হারের বৃত্ত ভাঙার পাশাপাশি জমিয়ে ‍তুলেছে পয়েন্ট টেবিল।

চলমান আসরে এখন অবধি টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। সন্ধ্যার ম্যাচের আগ পর্যন্ত ৯ ম্যাচে ১৪ পয়েন্ট তুলেছে সাকিব আল হাসানদের দল। দুইয়ে কুমিল্লারও সমান ১৪ পয়েন্ট। তিনে ১০ পয়েন্ট নিয়ে আছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। সমান ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে চারে উঠেছে খুলনা, সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আছে পাঁচে। শেষ তিন দল মূলত আছে দুটি অবস্থানের লড়াইয়ে। বাকি থাকা সিলেটের ৬ পয়েন্ট এবং তলানিতে ২ পয়েন্ট নিয়ে আছে হারের মাঝে থাকা ঢাকা।

সাগরিকায় এদিন ব্যাটিংয়ে নামা ঢাকার প্রথম দুই ওভার ছিল নিস্তরঙ্গ। পরে পুরো ম্যাচটিই এমন গেছে ঢাকার ব্যাটারদের। ওপেনিংয়ে নাইমের পর ব্যর্থ হন সাইফ, বড় স্কোর গড়তে পারেননি আডাম রসিংটন (১২)। মাঝের দিকে অ্যালেক্স রসের ২৫ এবং ইরফান শুক্কুরের স্লো ব্যাটিংয়ের ২৫ রানে ধাক্কা সামাল দেয়। শেষদিকে অধিনায়ক হিসেবে আসা মোসাদ্দেক হোসেনের ২৬ রানে শতরান পার করে ঢাকা। ডি সিলভার শেষের ছোট্ট ঝড়ে ১২৮ রান পর্যন্ত যেতে পারে মোসাদ্দেকের দল।

ওয়েইন পারনেলের ১৯ রানের ৩ উইকেট নেওয়া তাণ্ডবের দিনে তোপ দেগেছিলেন মুকিদুল ইসলাম। বোলারদের সাফল্যের পর ব্যাটিংয়ে শুরুটা বাজে হলেও খুব বেশি খাবি খেতে হয়নি খুলনাকে। টানা ৫ হারের বৃত্ত ভাঙতে এদিন ব্যাট হাতে ঝলে উঠেছিলেন আফিফ হোসেন। তার ২১ বলে ৪৩ রানের তাণ্ডবের আগে পারভেজের ৩০ বলে ৪০ ও সেই হোপের ২৮ বলে ৩২ রান খুলনার জয়কে ত্বরানিত্ব করেছে।

সংক্ষিপ্ত স্কোর : 
দুর্দান্ত ঢাকা : ২০ ওভারে ১২৮/৭ (রসিংটন ১৮, রস ২৫, ইরফান ২৫, মোসাদ্দেক ২৬, পার্নেল ৪-১-১৯-৩, মুকিদুল ৪-০-১৮-৩)। 
খুলনা টাইগার্স : ১৫.২ ওভারে ১৩১/৫ (পারভেজ ৪০, হোপ ৩২, আফিফ ৪৩*, শরিফুল ৩.২-০-১৭-২, তাসকিন ৪-০-২৭-২)।
ফল : খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
ম্যাচের সেরা : ওয়েইন পারনেল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা