× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যতে ভালো অধিনায়ক হবে লিটন : সালাহ উদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ পিএম

অনুশীলন সেশনে সালাহ উদ্দিন ও লিটন দাস। ছবি : সংগৃহীত

অনুশীলন সেশনে সালাহ উদ্দিন ও লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলে লিটন দাসের অভিষেক ২০১৫ সালে। এরও আগে ২০১৩ সালে তার অভিষেক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। হোক আন্তর্জাতিক ক্রিকেট বা বিপিএল, কোথাও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতেই পারছেন না লিটন। এক ম্যাচে দুর্দান্ত খেলেন তো অনেক দিন তার ব্যাট যেন হাসতেই ভুলে যায়। তবে তার ক্রিকেটজ্ঞান এবং অধিনায়কত্বে মুগ্ধ কোচ সালাহ উদ্দিন।

চলমান বিপিএলে লিটনের শুরুটা হয়েছিল বিবর্ণ। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে প্রথম চার ম্যাচে করেন ৩৫ রান। স্ট্রাইকরেট ৮৭.৫০। অফফর্মের কারণে তাকে শুনতে হয়েছে সমালোচনা। এমন বাজে শুরুর পর লিটন এবারের বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সেরা আটে উঠে এসেছেন। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে করেন ২৮০ রান, আছে দুটি ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টির সর্বোচ্চ ৮৫ রান করেছেন এবারের বিপিএলেই।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫০ রান তাড়া করতে নেমে ৩৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। ওপেনিংয়ে নামা লিটন দেখেছেন দুই সতীর্থ সুনীল নারাইন ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং। এরপর তৃতীয় উইকেট জুটিতে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৫৫ বলে ৬৫ রানের জুটি গড়েন। ৪২ বলে ৪৩ রান করেছেন লিটন।

ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার প্রধান কোচ সালাহ উদ্দিন। লিটনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় সে চেষ্টা করেছে নিজের পারফরম্যান্সটা দেওয়ার জন্য। হয়তো অনেক সময় ব্যাটিং করতে করতে মানুষের অনেক বেসিক জিনিস একটু এদিক-সেদিক হয়ে যায়। লম্বা সময় ধরে কেউ পাশে থাকলে হয়তো ছোট একটা কথাও অনেক কিছু বদলে দিতে পারে। লিটনের একটা ব্যাপার হচ্ছে সে ধারাবাহিকভাবে উন্নতি করছে। তবে অনেক সময় মানুষ ওকে ভুল বোঝে। আমার কাছে সেটা মনে হয়। তার ক্রিকেটজ্ঞান অনেক ভালো। সে ক্রিকেট নিয়ে সব সময় চিন্তা করে। আমার কাছে যেটা দারুণ লেগেছে, সে অনেক গোছানো ব্যাটিং করছে।’

লিটনের অধিনায়কত্ব প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, ‘আপনি তো একটা মানুষকে দেখেই বিচার করে ফেলেন। তাকে দায়িত্ব দিয়ে তো দেখেন না। সে যখন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, দল অনেক ভালো ফল করেছে। আমার মনে হয় আমরা বাইরে থেকে হয়তো অনেকটা ধারণা করে ফেলি সে এরকম, সে সেরকম। তবে তাকে দায়িত্ব না দিলে তো আপনি বুঝবেন না। একজন তো এসেই অধিনায়ক হয়ে যাবে না। এখানেও তো একটা শেখার ব্যাপার আছে। আমার মনে হয়, সে খুব তাড়াতাড়ি শিখছে। তার যেগুলো ঘাটতি ছিল, সেগুলো সে কাটানোর চেষ্টা করছে। নেতৃত্বের কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটা নিয়ে তার সঙ্গে আমার অনেক কথা হয়। তাই অনেক কিছুই সে তাড়াতাড়ি করতে পারছে। সেটা হচ্ছে ভালো দিক। তার অধিনায়কত্বটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় সে খুব ভালো অধিনায়ক হতে পারবে ভবিষ্যতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা