× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়া জয়ে শিরোপার আরও কাছে লেভারকুসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১২ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৮ এএম

রেকর্ড গড়া জয়ে শিরোপার আরও কাছে লেভারকুসেন

আগের ম্যাচে হেইডেনহেইমকে ২-১ ব্যবধানে হারিয়ে রেকর্ডটি স্পর্শ করে বায়ার লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে জাবি আলোনসোর দল। গতকাল শুক্রবার রাতে মেইঞ্জের বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ছিল দলটি। চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা ধরে রেখে রেকর্ডটিতে একক অধিকার প্রতিষ্ঠা করেছে লেভারকুসেন।

আগের ম্যাচের মতো মেইঞ্জের বিপক্ষেও লেভারকুসেনের জয় ২-১ গোলে। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো জার্মান দলের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন লেভারকুসেনের (৩৩)। চলতি মৌসুমে অপরাজিত থাকা ৩৩ ম্যাচের ২৯টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে দুই মৌসুম মিলিয়ে সব প্রতিযোগিতায় ৩২ ম্যাচে অপরাজিত ছিল হানসি ফ্লিকের বায়ার্ন।

এদিন ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই গ্রানিত জাকার গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় মেইঞ্জ। জয়সূচক গোলের জন্য লেভারকুসেনকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। দূরপাল্লার শটে দলটিকে দ্বিতীয় গোলটি এনে দেন রবার্ট আন্ডরিখ। এ গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে বুন্দেসলিগায় লেভারকুসেনের ১৯তম জয়।

২৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১। এক ম্যাচ কম খেলে বায়ার্নের পয়েন্ট ৫০। এ মুহূর্তে লিগ জয়ের দৌড়ে বায়ার্নের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে লেভারকুসেন। ম্যাচ শেষে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেওয়া আন্ডরিখ বলেছেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। কিছুটা ভাগ্যের জোরেই জয়টা এসেছে।’

ম্যাচ শেষে লেভারকুসেন কোচ জাবি আলোনসো বলেছেন, ‘রেকর্ড হওয়ার আগে তা নিয়ে আমি ভাবি না। তবে যখন তা হয়ে যায়, আমি খুব আনন্দিত হই। এ রেকর্ড নিজেদের করে নেওয়া দারুণ ব্যাপার। আপনি এর জন্য পদক পাবেন না। তবে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া দারুণ! আমাদের ঝুলিতে দারুণ সব অর্জন যুক্ত হচ্ছে। কিন্তু আমরা থামতে চাই না।’

এ ম্যাচ শেষে আগামী মৌসুমে লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হওয়া নিয়েও কথা বলেছেন আলোনসো, ‘এটা একজন খেলোয়াড়কে নিয়ে হওয়া গুজবের মতোই। যতক্ষণ পর্যন্ত ড্রেসিংরুমে সব ঠিকঠাক এগোবে, ততক্ষণ তারা বাইরের বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা