× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বিয়ের পিঁড়িতে পেসার আল আমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম

নববধূ ফারজানা আক্তার প্রীতির সঙ্গে ফ্রেমবন্দি আল আমিন

নববধূ ফারজানা আক্তার প্রীতির সঙ্গে ফ্রেমবন্দি আল আমিন

বিপিএলে খেলছেন আল আমিন হোসেন। লিগ পর্বে চতুর্থ হয়ে তার দল চট্টগাম চ্যালেঞ্জার্স টিকিট কেটেছে টুর্নামেন্টের প্লে অফের। আগামী সোমবার এলিমিনেটর ম্যাচে লিগের চট্টলার দলটি মুখোমুখি হবে তৃতীয় হওয়া ক্যাপ্টেন তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে। এখন আল আমিনের বিপিএলের মাঠের লড়াই আর অনুশীলন নিয়ে ব্যস্ত থাকার কথা। কারণ বিপিএলে বেজে গেছে শেষের শুরুর দামামা। এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ারের বৈতরণী পেরিয়ে এবার তাদের সামনে ফাইনালে উঠার লড়াই। তার সঙ্গে থাকছে শিরোপা জয়ের হাতছানি। কিন্তু সেট না করে মাঠের বাইরে হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন তারকা এ পেসার। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টের মাঝেই ফের বিয়ের পিঁড়ি বসলেন আলোচিত এ ক্রিকেটার।

অবশ্য অনেক দিন ধরেই মাঠের ব্যস্ততা ছিল না আল আমিনের। কেননা টানা দুই ম্যাচে ছিলেন খরুচে। তারওপর ছিলেন উইকেট শূন্য। যে কারণে ১৩ ফেব্রুয়ারির পর থেকে একাদশের বাইরেই কাটছিল তার সময়। হাতে অবসর সময় থাকায় সেটাই এবার কাজে লাগালেন ডান-হাতি এ ফাস্ট বোলার।

এবার ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আল আমিন। শুক্রবার সেরে নিয়েছেন বিয়ের আনুষ্ঠানিকতা। তার নববধূ প্রীতি কুষ্টিয়ার কন্যা। এখন বাকি রয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। আগামীকাল সোমবার শেষ হবে নব দম্পত্তির সেই বকেয়া সেই কাজটুকুও।

আল আমিন প্রথম বিয়ে করেন ২০১২ সালের ২৬ ডিসেম্বর। সংসার বেঁধে ছিলেন ইসরাত জাহানের সঙ্গে। তবে তাদের সেই জুটি টেকেনি। বৈবাহিক জীবনের এক দশক পূর্ণ হতেই ভাঙন ধরে দুজনের সম্পর্কে। প্রথম স্ত্রীকে তালাক দেন আল আমিন। পরে পাল্টা জবাবে আল আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে ইসরাত। ভেঙে যাওয়া সংসারে দুজনের দুটি সন্তানও রয়েছে।

চার নম্বর জার্সি গায়ে জড়িয়ে একটা সময় যে আল আমিন দ্যুতি ছড়িয়েছেন। সে এখন যেন ক্রীড়া প্রেমীদের স্মৃতি থেকে ক্ষয়ে যেতে বসা এক ক্রিকেটারের নাম। ছিলেন দেশের ক্রিকেটের নিয়মিত মুখ। টি-টিয়েন্টিতে এ পেসার ছিলেন অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার গ্যাড়াকলে হারিয়ে যেতেই বসেছেন তিনি। ক্রিকেট অনুরাগীরা এখনো আল আমিনকে খুঁজে ফেরেন।

এবারের বিপিএলে চট্টগ্রামের হয়ে লিগ পর্বে ৯টি ম্যাচ খেলেছেন। তবে নিজেকে সেভাবে বল হাতে মেলে ধরতে পারেননি। ৯ ম্যাচ খেলে তার শিকার মাত্র ৮ উইকেট। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ ওভার বল করে ২ উইকেট নেন আল আমিন। তবে এজন্য খরচ করেন ১৫ রান। এটাই এবারের আসরে তার সেরা বোলিং ফিগার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা