× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলকে সমতায় ফেরানো গোলের পর মেসিকে নিয়ে যা বললেন কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৭ পিএম

গোলের পর লিওনেল মেসির ট্রেডমার্ক উদযাপন। ছবি : এক্স

গোলের পর লিওনেল মেসির ট্রেডমার্ক উদযাপন। ছবি : এক্স

লিগের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই হারের শঙ্কায় পড়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ডিগনিটি হেলথ স্পোর্টস পার্ক মাঠে সোমবার সকালে লা গ্যালাক্সির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ে মিয়ামি। ৭৫ মিনিটে গোল হজমের পর নির্ধারিত ৯০ মিনিটেও সেই গোল পরিশোধ করতে পারেনি ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। অবশেষে খেলার যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় দারুণ এক গোলে দলকে নিশ্চিতপ্রায় পরাজয় রক্ষা করেন কাতার বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে শেষ হয়।

খেলা শেষে অ্যাপেল টিভিকে ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘এটা সত্য যে ওরা প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছে। বিশেষ করে রিকুই পুইগ (গ্যালাক্সির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার) বল পায়ে দারুণ খেলছিলেন। দলটিকে দলটি সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। কারণ তাদের দুর্দান্ত নম্বর নাইন, এ ছাড়াও দুটি বিপজ্জনক উইঙ্গার রয়েছে এবং তারা রক্ষণাত্মকভাবে খুব শক্ত। কিন্তু তারপরেও ম্যাচে ফেরার মতো শক্তি, সামর্থ্য আমাদের ছিল। দলে সেই মানের খেলোয়াড় আমাদের রয়েছে; যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি লিওকে (মেসি) দেখেন, ওর প্রতীভা আর সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে সত্যিই অন্য পর্যায়ের জিনিয়াস।’

এই ড্রয়ে মৌসুমে প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকল ইন্টার মিয়ামি। যদিও প্রায় মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে খুব একটা ছন্দে ছিল না মিয়ামি। তবে মেজর লিগ সকারে ফিরে মাঠের প্রতিযোগিতায় দারুণ দেখাচ্ছে মেসির মিয়ামিকে। দুই ম্যাচে একটিতে জয় এবং একটি ড্রয়ে চার পয়েন্ট পেয়েছে দলটি। ইনজুরি শঙ্কা কাটিয়ে দারুণভাবে ফিরে এসেছেন মেসিও। আগের ম্যাচে রিয়াল সল্টের বিপক্ষে গোল না পেলেও ছন্দে ছিলেন সর্বকালের অন্যতম সেরা এই তারকা ফুটবলার।  ২২ ফেব্রুয়ারির সেই ম্যাচে  এক গোলে অ্যাসিস্ট করে জয়ে অবদান রাখেন সাবেক বার্সেলোনা তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা