× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো, দিচ্ছেন জরিমানাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩০ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

বাজে অঙ্গভঙ্গির অপরাধে সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হচ্ছে সিআর সেভেনকে। বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি রোনালদোকে এই শাস্তি দিয়েছে।

জরিমানার ১০ হাজার রিয়াল পাবে সৌদি ফুটবল ফেডারেশন। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচ হিসেবে আল শাবাব পাবে ২০ হাজার রিয়াল। 

তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবেন না রোনালদো। তার মানে আল হাজমের বিপক্ষে আজ রাতে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে খেলতে পারবেন না এ পর্তুগিজ ফুটবল মহাতারকা।  

আল-শাবাবের বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া গোলটি ক্লাব ফুটবলে রোনালদোর ৭৫০তম। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পায় আল-নাসর। নতুন কীর্তি গড়ে মাঠ ছাড়ার মুহূর্তে আল-শাবাবের সমর্থকরা রোনালদোকে উদ্দেশ করে ‘মেসি, মেসি’ স্লোগান দেয়। কানের পেছনে হাত দিয়ে সেই স্লোগান শুনছেন—এমন ভঙ্গি করেন রোনালদো।

একটু পরই দৃশ্যপট বদলে যায়, যা অভাবনীয় ছিল অনেকের কাছে। প্রতিপক্ষ সমর্থকদের লক্ষ করে বাজে অঙ্গভঙ্গি করেন সিআরসেভেন। অঙ্গভঙ্গির ভিডিওটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ভালোভাবে নেননি সমর্থকরাও। সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে।

অশ্লীল অঙ্গভঙ্গির বিষয়টি দৃষ্টিকটু লেগেছে সৌদি ফুটবল ফেডারেশনের। এ কারণে রোনালদোকে শাস্তির আয়তায় এনেছে সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা