× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাজি অভিজ্ঞতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ০০:২৫ এএম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাজি অভিজ্ঞতা

বিপিএলের সাম্প্রতিক আসরগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়জয়কার। টুর্নামেন্টের ফাইনাল মানেই যেন প্রতিপক্ষের ওপর দলটির ছড়ি ঘোরানো। নাফিসা কামালের মালিকানাধীন দলটি ২০১৫ সাল থেকে বিপিএলে খেলছে। ছয়বারের অংশগ্রহণে তারা শিরোপা ঘরে তুলেছে চারবারই। এবার তাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মিশন। আজ শুক্রবার শিরোপার লড়াইয়ে লিটন দাসের কুমিল্লা মোকাবিলা করবে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। ফাইনালে নিয়মিত সাফল্যের অভিজ্ঞতাকেই তাদের বড় পুঁজি মনে করছে ‍ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। 

আজকের ফাইনাল সামনে রেখে গতকাল বৃহস্পতিবার আহসান মঞ্জিলে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন দুই দলের দুজন প্রতিনিধি। যদিও সেই আনুষ্ঠানিকতায় কোনো দলের অধিনায়ককেই দেখা যায়নি। স্বাভাবিকভাবেই লিটন দাস ও তামিম ইকবালের সেখানে থাকার কথা ছিল। যদিও বরিশালের হয়ে হাজির হন মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার প্রতিনিধি হিসেবে আসেন জাকের আলি অনিক। 

ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাইনাল ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানান জাকের আলি। এ সময় নিজেদের পঞ্চম শিরোপা জয়ের প্রসঙ্গে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘ফাইনালে উঠলেই যে ট্রফি পেয়ে যাব এমন কিছু না। ফাইনালে পারফর্ম করেই কুমিল্লা প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়েছে। এ বছরও এর ব্যতিক্রম থাকবে না। ফাইনালে উঠেছি, এখানেও আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্স করা।’

নিজেদের অতীত পরিসংখ্যানকে স্মরণ করে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও জানিয়েছেন জাকের, ‘যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয়, একটা জিনিস হচ্ছে কুমিল্লা এসব বড় ম্যাচ খেলে অভ্যস্ত। কুমিল্লা ফাইনাল খেলে অভ্যস্ত। দল হিসেবে আমরা জানি কীভাবে বড় পারফরম্যান্স করতে হয়। ওইদিকেই ফোকাস থাকবে। ওই অনুযায়ী খেলার চেষ্টা করব।’

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের সেরা ক্রিকেটটা খেলার কথা জানিয়েছেন কুমিল্লার এই মারকুটে ব্যাটার, ‘যেহেতু ফাইনাল ম্যাচ। অবশ্যই বরিশাল দল অনেক ভালো খেলেই ফাইনালে এসেছে। আমরা প্রতিপক্ষ হিসেবে সব সময় সব দলকে সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সেরা ক্রিকেট খেলতে। ফাইনালেও আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত ঢাকার কাছে হার দিয়ে শুরু করেছিল কুমিল্লা। এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান লিটন-হৃদয়রা। ১২ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর আসরে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেন ভিক্টোরিয়ান্সরা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় সফলতম দলটি। এবার হ্যাটট্রিক শিরোপা থেকে একধাপ দূরে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা