× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

মুশফিক-রিয়াদকে শিরোপা উৎসর্গ তামিমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ০২:১১ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ০৫:৫০ এএম

মুশফিক-রিয়াদকে শিরোপা উৎসর্গ তামিমের

বিপিএলে তিনবার ফাইনালে খেললেও শিরোপা অধরা ছিল বরিশালের। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে দক্ষিণবঙ্গের ফ্র‍্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করেছে ফরচুন বরিশাল। আর এই ট্রফি জয়ের পেছনে অন্যতম নায়ক ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আসরে সর্বোচ্চ ৪৯২ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি৷ বাঁহাতি এই ব্যাটার বরিশালকে শিরোপা জেতাতে দিয়েছেন সামনে থেকে নেতৃত্বও। তবে ট্রফি জয়ের পর সেটি উৎসর্গ করেছেন দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল৷ আগে ব্যাট করে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৮ ও অ্যান্দ্রে রাসেলের ২৭ রানে ভর করে  ১৫৪ রান করে কুমিল্লা। জবাব দিতে নেমে কাইল মায়ার্স ৪৬, তামিম ৩৯ ও মিরাজের ২৮ রানে ভর করে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল। 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে হাজির হন শিরোপাধারী বরিশালের অধিনায়ক তামিম ইকবাল৷ শিরোপা জয়ের পর নিজের অনুভূতির প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই যে কোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড়, মিরাজ বলেন বা সৌম্য বলেন; দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব। ’

মুশফিক-রিয়াদকে শিরোপা উৎসর্গের বিষয়ে তামিম বলেন, ‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল।’

দলের মধ্যে পরিবেশ বেশ ভালো ছিল বলে জানিয়েছেন শিরোপাজয়ী তামিম, ‘বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব নাকি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি। আমি মালিকের কথা বলব, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটের কোনো দিকে যুক্ত হননি। ’

গত ওয়ানডে বিশ্বকাপের আগ থেকেই জাতীয় দল থেকে বাইরে আছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন কি না সেটাও অনিশ্চিত। তাই ট্রফি জিততে ব্যক্তিগত আবেগ ছিল কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘ব্যক্তিগত কোন আবেগ ছিল না। ভালো করতে চেয়েছি। হয়ত সেরা অবস্থায় ছিলাম না কিন্তু অবদান রেখেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা