× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ০২:৫৭ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১০:৫৬ এএম

জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন তামিম

গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর দুই দিন যেতে না যেতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরে আসেন। তবে কাঁধের চোট থেকে পুরোপুরি ফিট হতে বিশ্রামে যান বাঁ-হাতি এ ব্যাটার। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে আবার লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তামিম। কিন্তু বিতর্কিত ফিটনেস ইস্যুতে ওয়ানডে বিশ্বকাপে দলে জায়গা হয়নি দেশসেরা এ ওপেনারের।

তামিমবিহীন বাংলাদেশ দল ভারতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলেছে। কিন্তু ড্যাশিং এ ওপেনারকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। আদৌ তিনি টাইগার দলের হয়ে খেলবেন কি না তা-ও অনিশ্চিত। এ বিষয়ে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সঠিক উত্তর জানাতে পারেননি। যাকে নিয়ে এত আলোচনা, সেই তামিম অবশেষে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।


শুক্রবার (১ মার্চ) রাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের ফাইনালের পর সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরা নিয়ে তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত... আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। আসরে সর্বোচ্চ ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বাঁ-হাতি এ ব্যাটার বরিশালকে শিরোপা জেতাতে দিয়েছেন সামনে থেকে নেতৃত্বও। জাতীয় দলে ফিরতে হলে কিছু বিষয়ের সমাধান চাওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম।

তিনি বলেছেন, ‘একটা বিষয় পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাইআমার ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এ সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।’

এদিকে বিশ্বকাপের সময় আরও ফিট ছিলেন দাবি করে তামিম বলেন, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম (বিশ্বকাপের সময়)। এখন তো একটু পেটটেট বের হয়েছে দেখতেছেন। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম। আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা, আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা