× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্চার রোমান সানার আকস্মিক অবসর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৫:৪০ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৬:২৮ পিএম

আর্চার রোমান সানা। ছবি- সংগৃহীত

আর্চার রোমান সানা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আর্চারি দলের হয়ে আর খেলবেন না দেশসেরা আর্চার রোমান সানা। ইতোমধ্যে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ সেই চিঠি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে রোমান ফেডারেশনকে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি পেয়েছি।’ চিঠিতে কেন অবসর নিচ্ছেন, সেই কারণটা রোমান সানা জানিয়েছেন কি না সেটার সুনির্দিষ্ট কোনো কারণ বলতে চাননি রাজীবউদ্দিন। তবে রোমান সানা ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি৷ 

রোমান সানার অবসর নেওয়ার চিঠি পাওয়ার পর তার সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টাও করেছেন বলে জানিয়েছেন রাজীবউদ্দিন, ‘আমরা তাকে সিদ্ধান্তটি পুনর্বিবেবচনার অনুরোধ করেছিলাম। কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। রোমান এখন ব্যবসা–বাণিজ্য করতে চায়। সে আমাদের সেটিই বলেছে।’


রোমান সানাকে দিয়েই বিশ্ব আর্চারিতে বাংলাদেশকে চিনেছে। এই খেলার বৈশ্বিক প্রতিযোগিতায় রোমানের আছে ব্রোঞ্জ পদক, যেটা তিনি জিতেছিলেন ২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিলেন তিনি। করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।


এরপর ২০২১ বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিককে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছিলেন রোমান। নেদারল্যান্ডসের জুটির কাছে হেরে অবশ্য রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। পরে রুপাজয়ী রোমান–দিয়া জুটি জীবনেও জুটি বাঁধেন। খবরে এসেছেন অন্য কারণেও। ২০২২ সালে এক সতীর্থ নারী আর্চারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধ করা হয় তাকে।


 মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গত সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি। তার ব্যক্তিগত পারফরম্যান্সও বেশ কিছু দিন ধরেই খুব একটা ভালো ছিল না। তাই হয়তো 


জাতীয় আর্চারি দলের কোচ ফ্রেডরিখ মার্টিন একটু বিস্ময়ই প্রকাশ করেছেন রোমানের এই সিদ্ধান্তে। তিনি অবশ্য আশাবাদী, রোমানের এই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব, ‘রোমান একটু দ্রুতই সিদ্ধান্তটা নিয়ে নিল কি না বুঝতে পারছি না। সম্প্রতি তার পারফরম্যান্স হয়তো ভালো না, কিন্তু ফর্মে ফেরার সুযোগ তো আছেই। আমি আশাবাদী, সে নিজের সিদ্ধান্ত নিয়ে আবার ভাববে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা