× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে আগ্রহী নতুন ৪ ফ্র্যাঞ্চাইজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:১২ পিএম

বিপিএলে আগ্রহী নতুন চার ফ্র্যাঞ্চাইজি- রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর; প্রতীকী ছবি

বিপিএলে আগ্রহী নতুন চার ফ্র্যাঞ্চাইজি- রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর; প্রতীকী ছবি

সদ্যই শেষ হয়েছে বিপিএলের দশম আসর। এবার ফলাফল যাই হোক, সমর্থকদের উপভোগ্য এক বিপিএলই উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে ডিআরএস প্রযুক্তি থেকে শুরু করে ব্রডকাস্টিং কিংবা ধারাভাষ্য প্যানেল, সবকিছুতেই দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। এরই মাঝে আভাস মিলেছে, বিপিএলে অংশগ্রহণ করতে আগ্রহী নতুন চার ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারও সুযোগ মিলতে পারে।’ 

তিনি আরও যোগ করেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াব, সেটা চ্যালেঞ্জিং।’

বিপিএলের সূচি নিয়ে চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন তিনি, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদের বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

এর আগে বিপিএলে নতুন দল নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। রাজনীতির এই ব্যক্তিত্ব কিছু দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ‘‘বিসিবি কর্তৃপক্ষের সাথে কথা বলে এলাম। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট টিম থাকবে। নাম হবে, ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ইনশাল্লাহ।’’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা