× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলছেন বেলিংহ্যাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৮:১৬ পিএম

জুড বেলিংহ্যাম; সংগৃহীত ছবি

জুড বেলিংহ্যাম; সংগৃহীত ছবি

সম্প্রতি লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষের পর লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ডের পাশাপাশি দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন এ ইংলিশম্যান। তবে বেলিংহ্যামের দাবি, রেফারিকে অপমানজনক কিছু বলেননি তিনি। তার কাছে এই দুই ম্যাচের নিষেধাজ্ঞা একেবারেই হাস্যকর।

গত শনিবার (৬ মার্চ) ভালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। প্রথমে দুই গোলে পিছিয়ে পড়ার পর দুই গোল শোধ দেয় রিয়াল। এরপর ম্যাচের একদম শেষ দিকে বক্সের ডান পাশ থেকে ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান বেলিংহ্যাম। কিন্তু ব্রাহিমের ক্রস বাতাসে থাকা অবস্থায়ই শেষ বাঁশি বাজান রেফারি।

গোলমুখে বল এরকম বাতাসে থাকা অবস্থায় খেলা শেষ করে দেওয়া একরকম নজিরবিহীন। স্বাভাবিকভাবে রিয়ালের ফুটবলাররাও তা মানতে চাননি। দলের সকল ফুটবলার রেফারির কাছে ছুঁটে যান। রেফারির সিদ্ধান্তকে না মেনে তর্ক করায় প্রথমে প্রথমে স্ট্রাইকার হোসেলুকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর বেলিংহ্যামকে লাল কার্ড দেখান। এরপর লা লিগা বেলিংহ্যামকে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দেয়।

ম্যাচ শেষে অফিসিয়ালদের কাছে রেফারির প্রতিবেদনে ছিল, তার দিকে ‘আগ্রাসী আচরণ’ করেছেন বেলিংহাম। পরে তাকে লা লিগায় দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে আগ্রাসী আচরণের অভিযোগ মানতে নারাজ বেলিংহ্যাম। তার দাবি, স্পেনের ফুটবলে নবীন বলেই এই ধরনের সিদ্ধান্তের শিকার হচ্ছেন তিনি।

গতকাল বুধবার রাতে লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে নিজের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ২০ বছর বয়সি এই ফুটবলার বলেন, ‘আমার মনে হয় না তার দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। আমার মনে হয়.. কখনও কখনও যেহেতু আমি এখনও নতুন এবং এরকম, এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়।’

নিজের দায় যেটুকু আছে, তা মানছেন বেলিংহ্যামও। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে মানতে তিনি রাজি নন, ‘নিজের কাজের দায় আমাকে নিতেই হবে এবং আমার মনে হয়, তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি আমি। তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই। আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে। কারণ আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর। শেষ পর্যন্ত দুই ম্যাচই বাইরে থাকতে হলে সেই দায়ও আমাকে নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন জোগাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা