× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট

হ্যাজেলউড-স্টার্কের দিনে মলিন কিউইরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ২১:০১ পিএম

আরেকটি উইকেট। এভাবেই নিউজিল্যান্ড ব্যাটারদের পথ আটকে দেন জশ হ্যাজালউড

আরেকটি উইকেট। এভাবেই নিউজিল্যান্ড ব্যাটারদের পথ আটকে দেন জশ হ্যাজালউড

সবুজ মাঠের সুবিধা নিতে চেয়েছিলেন প্যাট কামিন্স। পেয়েছেনও বৈকি। অধিনায়কের সিদ্ধান্ত ‘সুদে-আসলে’ কাজে লাগিয়েছেন জশ হ্যাজলউড-মিচেল স্টার্ক। দুজনের পেস তাণ্ডবে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। হ্যাজলউড পাঁচ উইকেট, স্টার্কের দখলে তিনটি। বোলারদের নৈপুণ্যে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। আগামীকাল ৪ উইকেটে ১২৪ রান নিয়ে নামবে অস্ট্রেলিয়া। কিউদের প্রথম ইনিংসের রান ছুঁতে অজিদের প্রয়োজন ৩৮ রান।

দিনটি কেইন উইলিয়ামসন ও টিম সাউদির জন্য বিশেষ। নিজেদের শততম টেস্ট খেলতে নামেন দুজন। এমন দিনে রঙহীন নিউজিল্যান্ড। ব্যর্থতার বৃত্তে আটকা ছিলেন উইলিয়ামসন-সাউদি। এলবিডব্লুয়ের ফাঁদে পড়েন কিউই অলরাউন্ডার। ৩৭ বলে করতে পেরেছেন কেবল ১৭ রান। শেষ বিকালে ৮ ওভার বল করে উইকেটশূন্য থেকেছেন সাউদিও।

ঘুরে দাঁড়ানোর ম্যাচের শুরুটা আশাজাগানীয়া ছিল নিউজিল্যান্ডের। টম ল্যাথাম-উইল ইয়াং জুটি দীর্ঘ পথ দেখাচ্ছিল। ঘণ্টাখানেক রয়েসয়ে পথ চলেন। বিপত্তি বাধে ১৯তম ওভারে। হ্যাজেলউডের বলে উইল ইয়াং কট আউট হলে ৪৭ রানে জুটি ভাঙে। এরপরই তাসের ঘরের মতো ধসে পড়ে কিউই টপঅর্ডার। স্টার্ক-হ্যাজেলউড মিলে স্বাগতিকদের কোমর ভেঙে দেন। আর কিউইরা ৪৫.২ ওভারের মধ্যে গুটিয়ে যায়।

এমন উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও অস্বস্তিতে ভুগে। অভিষিক্ত পেসার বেন সিয়ার্সের তৃতীয় বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন স্টিভেন স্মিথ। যদিও রিভিউ নিয়ে রক্ষা পান। পরে থামেন ব্যক্তিগত ১১ রানে। আগের টেস্টেও সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক। উসমান খাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩২ রানে বোল্ড হন অজি ওপেনার। শেষে বিকালের ইতি টেনেছেন লাবুশেন। এর মাঝে ক্যামেরুন গ্রিন (২৫) ও ট্রাভিস হেড (২১) ফিরেছেন সাজঘরে। কিউইদের হয়ে ৩৯ রানে ৩ উইকেট নেন ম্যাট হেনরি।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে) :

নিউজিল্যান্ড : ১ম ইনিংসে ৪৫.২ ওভারে ১৬২ (ল্যাথাম ৩৮, ইয়ং ১৪, উইলিয়ামসন ১৭, রবীন্দ্র ৪, মিচেল ৪, ব্লান্ডেল ২২, ফিলিপস ২, কুগেলিয়েন ০, হেনরি ২৯, সাউদি ২৬, সিয়ার্স ০*; স্টার্ক ৩/৫৯, হ্যাজলউড ৫/৩১, কামিন্স ১/৩৫, লায়ন ০/৬, মার্শ ০/১০, গ্রিন ১/২১)।

অস্ট্রেলিয়া : ১ম ইনিংসে ৩৬ ওভারে ১২৪/৪ (স্মিথ ১১, খাজা ১৬, লাবুশেন ৪৫*, গ্রিন ২৫, হেড ২১, লায়ন ১*; সাউদি ০/২৯, হেনরি ৩/৩৯, সিয়ার্স ১/৩৮, কুগেলিয়েন ০/১৩)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা