× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১১:২৪ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১১:৩৭ এএম

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়

লা লিগায় সবশেষ চার ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে ছিল বার্সেলোনা। তার ওপর বেশ কয়েকজন তারকা ফুটবলারের ইনজুরি দুশ্চিন্তার ছাপ ফেলে জাভি হার্নান্দেজের কপালে। বোধকরি সেটি আরও চওড়া হয় মায়োর্কার বিপক্ষে দল ৭০ মিনিটেও গোলশূন্য থাকায়। শুক্রবার রাতে আবারও শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। তবে সব শঙ্কা উড়িয়ে দুর্দান্ত এক গোলে দলকে জেতান তরুণ লামিন ইয়ামালে।

১৬ বছর বয়সি এ স্প্যানিশ উইঙ্গারের গোলে ঘরের মাঠে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তাতে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ জয়ে কাতালুনিয়াদের পয়েন্ট ৬১, রিয়ালের ৬৬। তবে চিরপ্রতিন্দ্বন্দ্বীর চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। শীর্ষ পাঁচে যথাক্রমে জিরোনা (৫৯), অ্যাটলেটিকো মাদ্রিদ (৫৫), অ্যাথলেটিক ক্লাব (৫০)। এদিকে বার্সার সঙ্গে হেরে ২৭ পয়েন্ট পেয়ে তালিকার ১৫ নম্বরে মায়োর্কা।

খেলার শুরু থেকে এদিন বল পজিশন ধরে খেলে বার্সেলোনা। তবে প্রথমার্ধে সে রকম কোনো আক্রমণ শানাতে পারেননি জাভির শিষ্যরা। এ অর্ধে নিজেদের ভুলে এগিয়ে যেতে পারেনি বার্সা। খেলার ২৪তম মিনিটেই লিড নিতে পারত বার্সা, তবে গুন্ডগানের পেনাল্টি থেকে স্কোর গড়তে না পারায় হতাশাই যুক্ত হয়েছে।

দ্বিতীয়ার্ধেও যখন ম্যাচের সময় গড়িয়েছে বার্সা সমর্থকদের আশঙ্কা জেগেছে। অবশেষে খেলার ৭৩ মিনিটে আসে সেই সময়। ডি-বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে ভেতরে ঢোকেন ইয়ামাল। দুজনকে কাটিয়ে চমৎকার বাঁকানো শটে জাল খুঁজে নেন ১৬ বছর বয়সি এই তারকা। ম্যাচের বাকি সময় ১ গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে বার্সা।

মায়োর্কার বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সারল বার্সেলোনা। আগামী বুধবার রাতে এ প্রতিযোগিতার শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে বার্সা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে নাপোলিকে আতিথেয়তা দেবে কাতালুনিয়ারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা