× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে দল বাড়ানো নিয়ে যা বলছেন পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১২:৪২ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৩:১২ পিএম

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন; প্রবা ছবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন; প্রবা ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন দলের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নতুন দলের অন্তর্ভুক্তির দাবি বাড়ছে। সবশেষ দশম আসরের সফল আয়োজনে যেন সেটি আরও প্রকাশ্যে এসেছে। 

সম্প্রতি বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক জানান, রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী ও গাজীপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করতে আবেদন জানিয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি। তবে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও নাকচ করে দিয়েছিলেন তিনি।


 শনিবার (৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলে দল বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেটের এই শীর্ষ ব্যক্তিও অন্তত আগামী মৌসুমে দল বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না।


পাপন বলেন, ‘বলা মুশকিল। ২-৩টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই এ সময়ে না করে যদি সময় একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।'


একইসঙ্গে বিপিএলকে সারা দেশে দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদের কথাও শোনান তিনি, ‘দেখুন বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ঐ অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামীবারেই হবে কি না বলা কঠিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা