× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৪:৩০ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৫:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সাফজয়ীদের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ছবি : সংগৃহীত

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা এখন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। গেল মাসে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম শিরোপার পর এবার সাফ অ-১৬ টুর্নামেন্টে একক শিরোপা জিতল সোনার মেয়েরা। গতকাল রবিবার টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে জুনিয়র বাঘিনীরা। মাঠের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপাজয়ীরা।

আজ (সোমবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই সাফজয়ী মেয়েদের নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘১৬ নিচে যারা (মেয়ে) তারা তো ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদের আমি ডাকব এবং তাদের ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব।’

ক্রীড়াপ্রেমী হিসেবে আলাদা সুখ্যাতি আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়াবিদ ও সংগঠকদের নানাভাবে সহযোগিতা করে থাকেন তিনি। এবারও তার ব্যত্যয় হচ্ছে না।

নেপালের কাঠমন্ডুতে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল ফাইনাল। পরে টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। পেনাল্টি শ্যুটআউটে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের তিনটিই তিনি ঠেকিয়ে দেন। বিশেষ করে ভারতের নেওয়া শেষ শটটি সেভ করতে পারায় চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা