× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসায় সিক্ত চ্যাম্পিয়নরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ২১:৫১ পিএম

ভালোবাসায় সিক্ত চ্যাম্পিয়নরা

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। সোমবার বিকালে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেন সুরভী আকন্দ-ইয়ারজান বেগমরা। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিমানবন্দরে নেমে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অর্পিতা শিরোপা জেতায় বেশ খুশি বলে জানিয়েছেন। সাফের শিরোপা কদিন আগে জিতেছেন অধিনায়ক আফিদা খন্দকার। তবে নারী ফুটবলে অধিনায়কের আলোচনায় সবার আগে নাম আসে সাবিনা খাতুনের। দীর্ঘ এক দশক ধরে জাতীয় দলের আর্মব্যান্ড বয়ে চলছেন তিনি। বয়সভিত্তিক পর্যায়ে মারিয়া মান্ডাও সাফল্য এনেছেন অধিনায়ক হয়ে। মারিয়া-সাবিনাদের পাশে এখন নিজের নাম আসায় বেশ খুশি অর্পিতা, ‘সব সময় সাবিনা-মারিয়া আপুদের অনুসরণ করতাম। এখন তাদের সঙ্গেও আমি আছি। চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে এটা খুবই ভালো লাগছে।’ প্রথম অধিনায়কত্বেই বিদেশ থেকে ট্রফি জয় অর্পিতার জন্য বিশেষ ঘটনাই। তাই একটু বেশি উচ্ছ্বসিত এই ডিফেন্ডার, ‘আমার অনুভূতি বোঝাতে পারব না, এটা অন্যরকম কিছু, শিরোপা জেতা স্মরণীয় হয়ে থাকবে। প্রথমবার অধিনায়ক হয়েই চ্যাম্পিয়ন হলাম।’

সাফজয়ীদের ইতোমধ্যে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সোমবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং শিক্ষার্থী ও গবেষকদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যাÑ ‘লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬-এর কম বয়সিরা ভারতকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরকে ডাকব, প্রাইজমানি দেব এবং উৎসাহিত করব।’

সুরভীদের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এক বার্তায় মন্ত্রী বলেছেন, ‘সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করল।’

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের জয়রথ চলছেই। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতের সঙ্গে যৌথ শিরোপা ভাগাভাগি। এবার প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শিরোপা অর্জন। নেপালের কাঠমান্ডুতে গতকাল ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর টাইব্রেকারে প্রতিবেশীদের বিপক্ষে ৩-২ গোলে জয়লাভ করে বাংলাদেশ। টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান। ভারতের পাঁচ শটের মধ্যে তিনি তিনটিই রুখে দেন। বিশেষ করে ভারতের শেষ শটটি সেভ করতে পারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে। টাইব্রেকারের ওই রোমাঞ্চকর অধ্যায়, যেখানে ইয়ারজানের অসাধারণ নৈপুণ্যে শুরু লাল-সবুজের শিরোপা উৎসব। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০-তে হারিয়ে শুভসূচনা পায়। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।

হাইভোল্টেজ ফাইনালের আগে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। বলেছিলেন, ‘আমাদের দল বেশিদিনের না। মাত্র দুই মাসের একটা দল। তারপরও আমরা পারফর্ম করছি। সবাই ভালো করছে। আমি দলের অধিনায়ক হিসেবে বলছি, আমার দল ভালো কিছুই করবে। মেয়েরা এতদিন কঠিন পরিশ্রম করেছে। ফাইনালে তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে।’

স্বপ্নপূরণ করেছেন অর্পিতারা। সেই সঙ্গে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবলে জাগরণের বার্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা