× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ ড্র

শেষ আটে রিয়ালকে পেল ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ২১:২৬ পিএম

শেষ আটে রিয়ালকে পেল ম্যানসিটি
কোনো তর্ক ছাড়াই চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার সর্বোচ্চসংখ্যক শিরোপা জেতা দলটি তারাই। লস ব্লাঙ্কোসদের ১৪ শিরোপার কাছাকাছি থাকা এসি মিলানের ঘরে আছে তাদের অর্ধেক ৭টি ট্রফি। অনেকেই তাই বলেন, চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদ। তবে কার্লো আনচেলত্তির দলকে সেমিফাইনালে থামিয়ে গেল মৌসুমে ফাইনালের টিকিট বাগিয়ে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। পরে ইস্তাম্বুলের ফাইনালে প্রথমবারের মতো ইউরোপসেরার মঞ্চে শিরোপা উল্লাসও করেছিল পেপ গার্দিওলার দল। এবারও সেই ম্যানসিটিকে পেল রিয়াল। বলা ভালো, একটু আগেভাগেই পেল। শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে দুই শিরোপাপ্রত্যাশী দল।
আগের মৌসুমে, অর্থাৎ ২০২১-২২-এর লড়াইটা জিতেছিল রিয়াল। ম্যানসিটির বিপক্ষে সেমিফাইনালে দুই লেগে সামষ্টিকভাবে ৬-৫ ব্যবধানে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। তারপর ফাইনালে গোলপোস্টের সামনে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে নিজেদের ১৪তম শিরোপা উল্লাসে মাতেন করিম বেনজেমা, লুকা মডরিচরা। এ নিয়ে পরপর তিন মৌসুমে নকআউটে মুখোমুখি হচ্ছে দুই দল। সবশেষ দুই মৌসুমে এই দ্বৈরথ যারা জিতেছিল তারাই শিরোপা উল্লাস করেছিল। এবারও কোয়ার্টারে দুই দল মুখোমুখি হওয়ায় চ্যাম্পিয়নস লিগের ‘সম্ভাব্য’ শিরোপাজয়ীকে দেখে ফেলছেন অনেকে!
গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে বসে চ্যাম্পিয়নস লিগের শেষ আট এবং সেমিফাইনালের ড্র। যেখানে প্রথম নামটি ওঠে আর্সেনালের। গানাররা প্রতিপক্ষ হিসেবে পায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। মজার বিষয় হচ্ছে এমিরেটস স্টেডিয়ামে নিজের দেশের ক্লাব আর্সেনালের বিপক্ষেই মাঠে নামবেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। এক সময় আর্সেনালের চরম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারের তারকা এখন বায়ার্নে। জার্মান ক্লাবে ইতোমধ্যে নামের ছাপ রেখেছেন এই স্ট্রাইকার, মৌসুমে ২৫টি বুন্দেসলিগা ম্যাচে করেছেন ৩০ গোল। এবার উত্তর লন্ডনের স্টেডিয়ামে এক অন্যরকম দ্বৈরথ দেখার অপেক্ষা। চ্যাম্পিয়নস লিগে দুই দলের নকআউট ম্যাচ বলতেই মনে আসবে ২০১৭ সালের কথা। সেবার ১৫ ফেব্রুয়ারির প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনা থেকে ৫-১ ব্যবধানে হেরে গিয়েছিল আর্সেনাল। ১৭ মার্চের দ্বিতীয় লেগেও গানাররা পায় একই ব্যবধানে লজ্জার হার। সামষ্টিকভাবে ১০-২ গোলে হারার শোধ এবার কি নিতে পারবে মিকেল আর্তেতার দল? না কি ছয়বারের শিরোপাধারীরা এবারও আধিপত্য বিস্তার করবে এই প্রতিযোগিতায় এখনও কোনো শিরোপা না জেতা আর্সেনালের বিপক্ষে। এর উত্তর পেতে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। 
চ্যাম্পিয়নস লিগের এবারের ড্র আরও বেশ কিছু দিক থেকে আকর্ষণীয় হতে পারে। সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে আর্সেনাল ও ম্যানসিটি লড়াই। যদি আর্সেনাল বায়ার্নকে হারাতে পারে এবং রিয়াল বৈতরণী পার হয়ে যদি সেমিতে ম্যানসিটি জায়গা পায় তবেই শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি-আর্সেনাল। প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশীর জমাট লড়াইটা এবার ইউরোপসেরার মঞ্চে দেখার অপেক্ষা ফুটবল সমর্থকদের। 
শেষ চারের টিকিট পেতে আটলেটিকো মাদ্রিদের জন্য পথ কিছুটা সুগমই বলা যায়। শেষ ষোলোর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে দলটি ঘুরে দাঁড়িয়েছে সেটি অবিশ্বাস্য এবং দুর্দান্তই বটে। দিয়েগো সিমিওনের দল গতবারের ফাইনালিস্টকে হারিয়ে পরের রাউন্ডে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। সবশেষ মৌসুমে মাঠের লড়াইয়ে ডর্টমুন্ড দুর্দান্ত খেলেছে। বোধকরি শেষদিকে গিয়ে অতি নাটকীয়ভাবে বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া করার দুঃখ এখনও সামলে উঠতে পারেনি তারা। এই মৌসুমে বেশ কষ্ট করেই ইউরোপসেরার প্রতিযোগিতায় টিকে আছে। পরের রাউন্ডে যেতে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে হলুদ জার্সিধারীদের।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৯ এপ্রিল বায়ার্নকে আতিথেয়তা দেবে আর্সেনাল, একই সময়ে অন্য ম্যাচে আটলেটিকো ঘরের মাঠে নামবে ডর্টমুন্ডের বিপক্ষে। এরপর ১০ এপ্রিল প্রথম হোম ম্যাচের সুবিধা নেবে রিয়াল এবং পিএসজি। দলগুলো অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় লেগের খেলায় মাঠে নামবে ১৬ ও ১৭ এপ্রিল। এরপর সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল এবং ১ মে। দ্বিতীয় লেগ এক সপ্তাহ পরÑ ৭ ও ৮ মে অনুষ্ঠিত হবে এই পর্বের খেলা। ওয়েম্বলিতে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কে কার মুখোমুখি

আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
আটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
পিএসজি-বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার ‍মুখোমুখি

আটলেটিকো মাদ্রিদ বা বরুশিয়া ডর্টমুন্ড বনাম পিএসজি বা বার্সেলোনা
আর্সেনাল বা বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়নস লিগের ড্র শেষে অনুষ্ঠিত হয় উয়েফা ইউরোপা লিগের। যেখানে শিরোপাপ্রত্যাশী লিভারপুল পেয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে। এই মৌসুমে এখনও অপরাজিত থাকা বায়ার লেভারকুসেনকে মোকাবিলা করবে ওয়েস্টহ্যাম। অল ইতালিয়ান দ্বৈরথে এসি মিলানের প্রতিপক্ষ রোমা।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

এসি মিলান-রোমা
লিভারপুল-আটালান্টা
বায়ার লেভারকুসেন-ওয়েস্টহ্যাম
বেনফিকা-মার্সেই

ইউরোপা লিগের সেমিফাইনালে কে কার ‍মুখোমুখি

বেনফিকা বা মার্সেই বনাম লিভারপুল বা আটালান্টা
এসি মিলান বা রোমা বনাম বায়ার লেভারকুসেন বা ওয়েস্টহ্যাম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা