× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হুইলচেয়ারে থাকলেও ধোনিকে খেলাবে চেন্নাই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২০:৫০ পিএম

‘হুইলচেয়ারে থাকলেও ধোনিকে খেলাবে চেন্নাই’

২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখনও আইপিএলে দিব্যি খেলে যাচ্ছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এই উইকেটরক্ষক ব্যাটারের নেতৃত্বে আইপিএলের পাঁচটি শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। গত মৌসুমেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। এবারও ধোনির হাতেই থাকছে অধিনায়কের আর্মব্যাণ্ড।

গত বেশ কয়েকটি আইপিএলের আসর থেকেই গুঞ্জন বইছে অবসর নিচ্ছেন ধোনি। কিন্তু এসব গুঞ্জন উপেক্ষা করে খেলেই চলেছেন তিনি। গত আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। মূলত এ কারণে ধোনির ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ধোনির সাবেক সতীর্থ রবিন উথাপ্পা মনে করেন, হুইলচেয়ারে থাকলেও ধোনিকে আইপিএল খেলাবে চেন্নাই।

সম্প্রতি জিও সিনেমার ‘লিজেন্ডস লাউঞ্জ’ অনুষ্ঠানে ধোনিকে নিয়ে কথা প্রসঙ্গে উথাপ্পা বলেন, ‘যদি সে হুইলচেয়ারেও থাকে, তবুও চেন্নাই সুপার কিংস তাকে খেলাবে! তাকে বলতে পারে, ‘হুইলচেয়ার থেকে ওঠো, ব্যাট করো, এরপর বসে থাকো।’ আমি মনে করি না, ব্যাটিং তার জন্য কোনো সমস্যা হবে। তবে, ভাবনাটা উইকেটকিপিং নিয়ে।’

এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উথাপ্পা বলেন, ‘তার (ধোনি) হাঁটুতে চোট আছে এবং সে কিপিং করতে পছন্দ করে। তাই সে যদি কিপিং করতে না পারে এবং দলের জন্য কিছু করতে না পারে, তাহলে হয়তো এ কারণেই খেলাটি থেকে সরে যাবে। তবে শারীরিকভাবে ফিট থাকলে আরও কয়েকটি আইপিএল মৌসুমে দেখা যেতে পারে তাকে।’

আগামী ২২ মার্চ থেকে আইপিএলের আসর শুরু হচ্ছে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই। বেশ কিছুদিন আগেই চেন্নাই দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে ধোনিকে। নেটে নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন তিনি। মাঠে নামতে যেন তর সইছে না এই মহাতারকার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা