× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাড়পত্র পেয়ে আবাহনীতেই নাম লেখাচ্ছেন জামাল ভূঁইয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ০৭:৩৪ এএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ২১:৪৯ পিএম

জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া

বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টিনায়। জামাল ভূঁইয়া নাম লিখেছিলেন তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে। কয়েকটি ম্যাচও খেলেছেন। শুরুটা ভালোই ছিল। সময়টাও দারুণ কাটছিল। কিন্তু সময়ের পরিক্রমায় ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির জন্মভূমিতে টিকতে পারছিলেন বাংলাদেশ অধিনায়ক।

বেতন-ভাতা গেছে আটকে। পাওনা আদায়ে তারকা এ ফুটবলার অভিযোগ দায়ের করেছেন ফিফাতে। আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেশে ফিরতে চাচ্ছেন জামাল। যোগ দিতে চান ঢাকা আবাহনীতে। কিন্তু সোল দা মায়ো থেকে ছাড়পত্র পাচ্ছিলেন না। অবশেষে ক্লাবটি থেকে এনওসি পেয়েছেন জামাল। তাই আবাহনীতে চুক্তিবদ্ধ হতে এখন আর কোনো বাধা নেই তার সামনে।

ঢাকা আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম জামালের ছাড়পত্র পাওয়ার খবর নিশ্চিত করে বলেন, ‘আমরা জামালের আইটিসি (আন্তর্জাতিক ছাড়পত্র) পেয়েছি। এখন তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব।’

জামাল ভূঁইয়ার ছাড়পত্র চেয়ে আবাহনী আবেদন করেছিল ৩ মার্চ। সাধারণত সাত কর্মদিবসেই আইটিসি চলে আসে। অনলাইন প্ল্যাটফর্মে একটি সংশোধনীর জন্য আরও সাত দিন সময় বেশি লেগেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ১১ দিন পর জামালকে ছাড়পত্র দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা