× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে যা বললেন শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২১:০৫ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২১:২৪ পিএম

শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে যা বললেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ আর হাতছাড়া করেনি টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল।   

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে মূলত ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলা তানজিদ হাসান তামিম (৮৪) ও রিশাদ হোসেনের (৪৮*) ঝড়ের কাছেই হেরেছে সফরকারীরা। অথচ তানজিদ তামিম এই ম্যাচের একাদশেও ছিলেন না। ইনজুরিতে পড়া সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমে তামিম রীতিমতো তাণ্ডব চালিয়েছেন লঙ্কান বোলারদের ওপর।

ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেনকে প্রশংসায় ভাসিয়েছেন নাজমুল শান্ত। ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান বলেন, ‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লেগ স্পিনার নাই, ওর যদি শেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় ভালো বোলিং করছে। সাথে ব্যাটিংটাও উন্নতি করেছে মনে হয়। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই অনেক খুশি। এ রকম প্লেয়ার দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’

গেল ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ অন্য মাত্রা পেয়েছে। চলমান সিরিজে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো লঙ্কান দল টাইমড আউট উদযাপনে মেতেছিল। এবার শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজ হারিয়ে মুশফিকুর রহিমকে দেখা গেল ভিন্ন উদযাপন করতে। হাতে হেলমেট নিয়ে ম্যাথিউসের সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা করতে দেখা যায় তাকে। সংবাদ সম্মেলনে এমন উদযাপনের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।

জবাবে শান্ত বলেন, ‘না আমরা জাস্ট উদযাপন করেছি। আমাদের মনমতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যে রকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে। এই তো।’

ব্যাটিংয়ে রিশাদকে কোনো প্ল্যান দেওয়া হয়নি বলেও জানান শান্ত, ‘না, মিরাজের আউটের পর তো অবশ্যই ডাগআউট একটু চিন্তিত ছিল। কিন্তু রিশাদকে তেমন কোনো প্ল্যান দেওয়া হয় নাই। ওকে বলা হয়েছিল ওর যেভাবে মন চায় সেভাবে যেন ব্যাট করে। স্বাভাবিক যে গেম আছে অইটা যেন চালিয়ে যায়।’

তানজিদ তামিমের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘খুবই ভালো আমার মনে হয়। ইনিংসটা যেভাবে শুরু করেছে, আমার মনে হয়, যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের কিছু ওভারে, খুবই ভালো ব্যাটিং করেছে। তবে যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে খুশি ছিলাম না, কারণ সেট ব্যাটার উইকেটে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়। কারণ কেউ ৮০ করেছে ১০০ করেছে এটা আসলে ম্যাটার করে না, যতক্ষণ না দল জিততেছে। গুরুত্বপূর্ণ হলো যে রানটা কতটা দলের সাহায্য করতেছে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।’

একই সঙ্গে শ্রীলঙ্কাকে হারানোর পেছনে বোলারদের অবদানকে স্মরণ করেছেন শান্ত, ‘আমার মনে হয় না এই উইকেটে এর থেকে দ্রুত আউট করা যেত। খুবই ভালো বোলিং করেছে। ২৩৬ (রানে) আমরা আটাকাইছি ওদের। তাসকিন, শরিফুল, ফিজ, মিরাজ, রিশাদ প্রত্যেকটা বোলারই খুবই ভালো বোলিং করেছে। উইকেটে শুরুতে একটুখানি সাহায্য ছিল। পেসাররা সেটা কাজে লাগিয়েছে। টার্গেট যা দিয়েছে আমাদের এটা তাড়া করার মতোই ছিল।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা