× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইডেনের জালে পর্তুগালের গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১০:৫৩ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ০৬:২৪ এএম

সুইডেনের জালে পর্তুগালের গোল উৎসব

দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, কানসেলো, জোয়াও ফেলিক্স ও দিয়োগো ডালোটের মতো তারকা। তাতেও বড় জয় পেতে বেগ পেতে হয়নি। বরং হেসেখেলেই সুইডেনের বিপক্ষে গোল উৎসব করেছে পর্তুগাল।

ঘরের মাঠ আফোনসো হেনরিকসে বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৫-২ গোলে জিতেছে রবের্তো মার্টিনেসের দল। গোলের দেখা পেয়েছেন রাফায়েল লিয়াও, ম্যাথিয়াস নুনেজ, ব্রুনো ফার্নান্দেস, ব্রুমা ও গঞ্চালো রামোস।

ম্যাচ ঘড়ির ২৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন লিয়াও। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। সিলভার পাস দখলে নিয়ে জালে লক্ষ্য ভেদ করেন তিনি। প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন ফার্নান্দেস।

বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রুমা। পরের মিনিটে ব্যবধান কমায় সুইডেন। ভিক্টর গিওকেরেস প্রথম সাফল্য এনে দেন। দুই মিনিট না যেতেই ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগিজরা। এবার গোলটি আসে রামোসের পা থেকে। ম্যাচের শেষ মিনিট সুইডেন ব্যবধান কমায়। বদলি নামা গুসতাফ নিলসন গোলটি করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

তারকাশূন্য দল নিয়ে জয়। তাও বড়োসড়ো। রোনালদোর অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন উল্টো ফলে বিপদ বাড়বে। কিন্তু ৯০ মিনিটে দর্শকদের ফার্নান্দেজরা যা দেখালেন, পয়সা উসুল। শিষ্যদের এমন কাণ্ডে খোশমেজাজে কোচ মার্টিনেজ। বলেছেন, ‘সত্যিই এটা পছন্দ করি। আমি চাই নতুনত্ব।’

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছেন, ‘আত্মরক্ষামূলক ধারণা নিয়েই এগোতে চেয়েছিলাম। আমি সব সময়ই নতুনত্ব পছন্দ করি। ছেলেদের স্পৃহা এবং অদম্য মানসিকতা প্রশংসাযোগ্য। নতুন কনসেপ্ট নিয়ে কাজ করব। উন্নতির চেষ্টা থাকবে।’

সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে রোনালদোর বিষয়ে কথা বলতে হয় মার্টিনেজকে। প্রিয় ছাত্রকে নিয়ে বলেছেন, ‘আমি অনেকের সঙ্গে কাজ করেছি। তবে রোনালদো সব সময়ই সেরাটা দিতে প্রস্তুত থাকে। সে জয়ের ব্যাপারে তীব্র ক্ষুধার্ত।’ ইউরো ২০২৪ নিয়ে পর্তুগিজদের স্পেনের কোচ বলেছেন, ‘একবার জেতা হয়েছে। আমরা ভাগ্যবান যে চার প্রজন্মের সঙ্গে খেলেছি। এটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এবং এর অনেক গ্রহণযোগ্যতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা