× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতেই চলেছে আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ০২:১৬ এএম

ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইফউদ্দিন -   ছবি : আ. ই. আলীম

ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইফউদ্দিন - ছবি : আ. ই. আলীম

আবাহনী ছুটছে। টানা পাঁচ জয়ে ‘শীর্ষস্থান’ আরও মজবুত করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। সিটি ক্লাবের বিপক্ষে ৫২ রানে জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন নাঈম শেখ-আফিফ হোসেন ধ্রুব। বল হাতে দুর্দান্ত ছিলেন সাইফ উদ্দিন এবং মোসাদ্দেক হোসেন।

এদিন বিকেএসপিতে (৪ নম্বর গ্রাউন্ড) আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখের ফিফটিতে ২১৭ রান সংগ্রহ করে আবাহনী। তাড়া করতে নেমে ১৬৫ রানে অলআউট সিটি ক্লাব। 

আবাহনীর ভিত্তি গড়ে দেন নাইম শেখ। ৭৯ বলে ১ ছক্কা এবং ৭ রানে ৫৪ রান করেন এ ওপেনার। আর ৮৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ৬৭ রান করেন আফিফ। তাতেই দলীয় স্কোর হয় ২১৭ রান। নাইমুর রহমান নয়ন তোলেন সর্বোচ্চ ৩ উইকেট।

রান তাড়ায় সিটির শুরুটা হয় দারুণ। তবে মাঝপথে পথ হারায় দলটি। শেষ দিকে মইনুল ইসলাম-ইরফান হোসেন চেষ্টা চালিয়েছেন। সিটির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ইরফান হোসেন।

৩০ রান করেন মইনুল ইসলাম। আবাহনীর হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তোলেন মোসাদ্দেক-সাইফউদ্দিন। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইফউদ্দিন।

সংক্ষিপ্ত স্কোর :

আবাহনী লিমিটেড : ৫০ ওভারে ২১৭/৭ (ধ্রুব ৬৭, নাইম ৫৪; নয়ন ৩/৩৪)।

সিটি ক্লাব : ৪০.৫ ওভারে ১৬৫/১০ (ইরফান ৩১, মইনুল ৩০; সাইফ ৩/২০, মোসাদ্দেক ৩/৩২)।

ফল : আবাহনী ৫২ রানে জয়ী।

ম্যাচসেরা : মোহাম্মদ সাইফউদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা