× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলবদল ইস্যুতে এমবাপে, ‘সময় জানিয়ে দেবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৫:২৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৬:০৬ পিএম

রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে বলেছেন ফরাসি তারকা— সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে বলেছেন ফরাসি তারকা— সংগৃহীত ছবি

পিএসজি, রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপে ও দলবদল— শব্দ চারটি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। মৌসুম শেষে পিএসজি ছাড়বেন এমবাপে। যোগ দেবেন মাদ্রিদে। জোর গুঞ্জন চললেও বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্লাব কর্তৃক অফিসিয়াল বিবৃতিতে দেয়নি, স্পষ্ট করে জানায়নি খোদ ফরাসি ফরোয়ার্ডও। তবে ইউরো সামনে রেখে এমবাপে মুখ খুলেছেন, ‘সময় হলেই জানতে পারবেন।’

২০২৩-২৪ মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ফরোয়ার্ডের। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, এবার পাকাপাকি রিয়ালে যাওয়ার ব্যাপারে ভাবছেন এমবাপে। বিষয়টির সম্ভাবনা বেড়েছে পিএসজি কোচ লুইস এনরিকের কথায়ও। 

দীর্ঘদিন ধরে চলতে থাকা গুঞ্জনে খোদ এমবাপে সামিল হয়েছেন। ২৫ বর্ষী বিশ্বকাপ জয়ী টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘(রিয়াল মাদ্রিদ ইস্যুতে) সবাই (আমার অবস্থান) জানতে পারবে।’  

আগামী ৩০শে জুন এমবাপ্পের সঙ্গে পিএসজির মেয়াদ শেষ হবে। তার আগে ১৪ই জুন শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪। এমবাপ্পের ভাষ্য, ইউরোর আগে দলবদল নিয়ে ভাবতে চান না তিনি। এমবাপ্পে বলেন,  ‘আমি ঠান্ডা মাথায় ইউরোয় যেতে চাই। এখনও আমি শান্তই আছি। পিএসজিতে এটি (দলবদলের) আলোচনার কোনো বিষয়ই নয়।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা