× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তামিমের এখনই জাতীয় দলে খেলা উচিত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১০:২৫ এএম

আপডেট : ২৬ মার্চ ২০২৪ ১১:০০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

গত বছর আগস্টে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরলেও গত সেপ্টেম্বরের পর থেকে নেই টাইগার শিবিরে। মিস করেছেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপও। তবে সর্বশেষ বিপিএলে আমিমের নেতৃত্বে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত ফর্মে। আসরের সেরা রান সংগ্রাহকের পুরস্কার জেতার পাশাপাশি হয়েছিলেন আসরের সেরা ক্রিকেটার। এমন ইনফর্ম তামিমকেই জাতীয় দলে দেখতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সে সবচেয়ে ফিট। এখন না খেললে সামনের বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এ রকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

সম্প্রতি টিম ম্যানেজমেন্ট ও দলের ভেতরের নানা সমস্যা সামনে এনেছেন তামিম। আর এসব কারণেই বাংলাদেশের জার্সিতে খেলছেন না বলেও জানিয়েছেন ড্যাশিং এই ওপেনার। তার এমন মন্তব্যে বেজায় চটেছেন পাপন।

তামিমের খেলা-না খেলা নিয়ে তিনি বলেন, ‘সামনের বছর কী হবে তা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

‘তামিম সব সময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসব।’ আরও যোগ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা