× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

ডিপিএলে সাকিবময় দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ২০:১৬ পিএম

আরও একবার নায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আরও একবার নায়ক সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আগের দিন পেয়েছেন জাতীয় দলে ফেরার সংবাদ। চার মাস পর দেশের জার্সিতে মাঠে নামবেন সাকিব আল হাসান। নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজটি ডিপিএলে ভালোভাবেই সারলেন দেশসেরা অলরাউন্ডার। ব্যক্তিগত প্রাপ্তি—  ফিফটি, ২ উইকেট, ম্যাচসেরা এবং জয়।

বুধবার (২৭ মার্চ ) বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৯ রানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাটিং করে নুরুল হাসান সোহানের দলের সংগ্রহ দাঁড়ায় ২৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ সাকিবের। জাতীয় দলের সাবেক অধিনায়ক পঞ্চাশে পৌঁছান ৬২ বলে। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। থামেন ৫৩ রানে। জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৫ রান। ৪৪ বলে ৩ চার এবং ৪ ছক্কায় এ সংগ্রহ আসে। সাইফ হাসান (২৮) ও তাইবুর রহমানের (২৫) অবদানও অনস্বীকার্য। সবমিলিয়ে ফাইটিং স্কোর পায় দল। গাজী গ্রুপের রুহেল মিয়া ও সাকলায়েন তিনটি করে উইকেট তুলেন।

রান তাড়ায় প্রথম ওভারেই দিক হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জুটি গড়ার চেষ্টা করেন আনিসুল ইসলাম এবং মেহেদী মারুফ। দুজনের জুটি থিতু হতে দেননি সাকিব। দলীয় সংগ্রহ পঞ্চাশের আগে আউট হন সাব্বির হোসেন শিকদার। সাব্বিরের পাশাপাশি প্রীতম কুমার ও আল আমিন জুনিয়রকেও ফিরিয়েছেন মৃত্যুঞ্জয়। ফের আক্রমণে আসেন সাকিব। নিজের দ্বিতীয় উইকেট হিসেবে রাব্বিকে ফেরান। শেষ বিকালে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালে গাজী গ্রুপের জন্য লক্ষ্য দেওয়া হয় ৪৫ ওভারে ২৩২ রান। তবে ১৯২ রানে অল আউট হয়ে যায় তারা। শেখ জামালের হয়ে মৃত্যুঞ্জয় তিনটি এবং সাকিব নিয়েছেন দুটি উইকেট।

চট্টগ্রাম টেস্টে অংশ নিতে ডিপিএল থেকে বিরতি নিচ্ছেন সাকিব ও হাসান মাহমুদ। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা মুশফিক হাসান চোট পাওয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন প্রাইম ব্যাংকে খেলা হাসান মাহমুদ। 


সংক্ষিপ্ত স্কোর : 
শেখ জামাল : ৫০ ওভারে ২৩৩/১০ (জিয়াউর রহমান ৫৫, সাকিব ৫৩; সাকলায়েন ৩/৩১)।
গাজী গ্রুপ : ৪২.২ ওভারে ১৯২/১০ (মইন খান ৪২, মেহেদী মারুফ ৩৫; মৃত্যুঞ্জয় ৩/৪১)।
ফল : শেখ জামাল ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা : সাকিব আল হাসান
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা