× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার পরিবারের সদস্যদের হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১২:৫৫ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৩:৪২ পিএম

অ্যাঞ্জেল ডি মারিয়া ও তার পরিবার

অ্যাঞ্জেল ডি মারিয়া ও তার পরিবার

নিজের জন্মশহর রোজারিওতে হত্যার হুমকি পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দুর্বৃত্তরা হুমকি দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এ উইঙ্গারের পরিবারের সদস্যদের। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ডি মারিয়া রোজারিওতে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

অভিযোগ পেতেই নড়েচড়ে বসে আর্জেন্টাইন পুলিশ। নামে তদন্তে। শেষে ডি মারিয়ার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিদাতাদের গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। এ কাজে তাদের সহায়তা করেছে তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই।

আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ জানিয়েছেন, ডি মারিয়াকে হুমকি দেওয়ার মূল হোতা পাবলো আকোত্তো। হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। মাদক চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। হুমকি দিতে তাকে সহায়তা করে সারা বেলেন গুতিরেজ ও গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরে।

৩৬ বছর বয়সি ডি মারিয়া এখন খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। গত সপ্তাহে ডি মারিয়া জানিয়েছিলেন, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে তার। এমনটা জানানোর পরই হুমকি পেয়েছেন ডি মারিয়া। 

গেল সপ্তাহে রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া। সে বক্তব্যের জেরে মাদক কারবারিদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতা এই তারকা।


মাদকসংক্রান্ত সহিংসতার জন্য কুখ্যাতি আছে সান্তা ফে প্রদেশের শহর রোজারিওর। এই শহরেরই নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় ডি মারিয়ার বাড়ি। সেখানে সোমবার ভোরে ডি মারিয়ার জন্মভূমি রোজারিওর সান্তা ফে প্রদেশের বাড়ির দরজায় কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুড়ে দেওয়া হয়। ব্যাগে থাকা চিরকুটে বার্তা পাঠিয়ে এ তারকা ফুটবলারকে তার জন্মস্থান উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের বৃহত্তম শহর রোজারিওতে ফিরতে নিষেধ করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ডি মারিয়ার বাড়িতে ওই ব্যাগের ভেতরে থাকা চিরকুটেই ছিল হুমকি। তাতে লেখা ছিল, মারিয়া রোজারিওতে ফিরলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে।

গত বছর হত্যার হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপার মার্কেটে বন্দুক হামলা চালিয়ে মেসিকে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। এবার আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি চক্রের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা