× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরুসিংহেকে ‘সেরা’ মানছেন পোথাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ১৭:৫০ পিএম

হাথুরুসিংহেকে ‘সেরা’ মানছেন পোথাস;ম ফাইল ছবি

হাথুরুসিংহেকে ‘সেরা’ মানছেন পোথাস;ম ফাইল ছবি

চন্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। লঙ্কান এই কোচ কারো কাছে প্রধান শিক্ষক, কারো কাছে মাস্টারমাইন্ড। এবার হাথুরুকে বিশ্বের অন্যতম সেরা কোচ বলে সম্বোধন করেছেন টাইগার দলের সহকারী কোচ নিক পোথাস। ব্যক্তিগত কারণে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন না হাথুরু। পোথাস জানালেন, হাথুরুসিংহে এমনভাবে সব কিছু সমন্বয় করে রেখেছেন যাতে একজন না থাকলেও দলের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

শনিবার (৩০ মার্চ) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ৩২২ রানের বিশাল ব্যবধানে হারে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। সমতার মিশনে মাঠে নামার আগে স্বাগতিকদের ডাগআউটে হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

আজ শুক্রবার (২৯ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হেড কোচ হাথুরুসিংহের অনুপস্থিতি ও দল নিয়ে তার ভাবনা নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকান কোচ পোথাস, ‘অবশ্যই সে (হাথুরুসিংহে) বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। সে একটা পরিবেশ তৈরি করে গেছে। যাতে অন্য সাপোর্ট স্টাফরা সহজেই দায়িত্ব নিতে পারে। আমাদের কেউ ছেড়ে গেলেও পরিবেশ আগের মতোই থাকে।’

হাথুরুসিংহের সাথে পোথাসের সম্পর্কের কথা কমবেশি সবারই জানা। লঙ্কান কোচের চাওয়াতেই পোথাসকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা