× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি লড়াই জ্যোতিদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ০১:৫০ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ১৩:৩২ পিএম

মিরপুরে গতকাল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক;  ছবি সংগৃহীত

মিরপুরে গতকাল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক; ছবি সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এর আগে এই কন্ডিশনে খেলে অভ্যস্ত হতে বাংলাদেশ সফরে এসেছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সফরের শুরুতে ওয়ানডে সিরিজেই নিজেদের শক্তি দেখিয়েছে অ্যালিসা হিলির দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন তারা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রবিবার দুপুর ১২টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। 

ওয়ানডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। তবে টি-টোয়েন্টি সিরিজে সেই ভুল করতে চায় না স্বাগতিক শিবির। গতকাল শনিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ভাষায়, ‘যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, আমরা ভালো ক্রিকেটটা খেলতে চাইব। হার-জিত থাকবেই। তবে অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, যাতে বলতে পারি, আমরা চেষ্টা করেছি কিন্তু অল্পের জন্য হয়নি।’ যোগ করেন, ‘কী হবে সেটা বলতে পারছি না। যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা ফিরিয়ে আনা আমাদেরই দায়িত্ব।’

অন্যদিকে সিরিজে পয়েন্ট অর্জন করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে আমাদের জন্য বিষয়টি হচ্ছে সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করা। ওয়ানডে সিরিজে আমাদের লক্ষ্য ছিল শুধুই পয়েন্ট অর্জন করা। আমরা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেতে এসেছিলাম এবং সেটা পেয়েছি। ৩ ম্যাচ এমন কন্ডিশনে খেলতে পারলে আমরা নিজেদের টিম কম্বিনেশন, একাদশ নিয়ে কাজ করতে পারব।’ 

ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতার আশা অজি অধিনায়কের ‘হ্যাঁ, আরও লড়াই আশা করছি। বিশেষ করে এরকম কন্ডিশনে যেখানে আমাদের খেলা কিছুটা কঠিন। আর স্বাগতিকরা এখানে অনেক ক্রিকেট খেলেছে। তাই স্বাভাবিক কারণেই এখানে ভালোরকমের লড়াই হতে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা