× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

পুরো দিন ব্যাট করতে চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০০:২৪ এএম

জাকের-মুমিনুলের দিকে তাকিয়ে বাংলাদেশ— গেটি ইমেজেস

জাকের-মুমিনুলের দিকে তাকিয়ে বাংলাদেশ— গেটি ইমেজেস

চট্টগ্রামে প্রথম দিন শেষে আন্দ্রে অ্যাডামস বলেছিলেন, দ্বিতীয় দিন শেষে একই কথা বলেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। টেস্টের দুই দিন শেষে ৪৮০ রানে পিছিয়ে থেকেও জয়ের আশা দেখছে বাংলাদেশ। আজ তিন সেশনেই ব্যাট করার টার্গেট বাংলাদেশের। সেখানে লঙ্কাননদের চাওয়া সকালেই দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের শুরুতেই চেপে ধরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াইটি এই অবস্থায় দোদুল্যমান। শুরুর দুই দিনের বিচারে লঙ্কানরা এগিয়ে থাকলেও ব্যাটিং পিচ আশা দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে পাঁচশ পার করে তবেই থেমেছে শ্রীলঙ্কা। ছয় ব্যাটারের ফিফটিতে আনা ৫৩১ রানের জবাবও ভালোভাবেই দিচ্ছে টাইগাররা। শেষ বিকালে মাহমুদুল হাসান জয়ের উইকেট খোয়ানোটাই যা একটু স্বস্তির। ডেভিড হেম্পের মতে, আজ সোমবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে বড় পরীক্ষার মুখে পড়বে তার শিষ্যরা। 

লঙ্কানদের প্রথম ইনিংসে গড়া ৫৩১ রানের জবাবে গতকাল দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। এমন পরিস্থিতি থেকে ম্যাচ জেতা বেশ কঠিন। তবুও জয়ের আশা ছাড়ছেন না হেম্প। দিনের খেলা শেষে গতকাল রবিবার সংবাদ সম্মেলনে শান্তদের ব্যাটিং কোচ বলেছেন, ‘এখনও ম্যাচ জেতার আশা করছি। এটা শুনতে যদিও অস্বাভাবিক লাগতে পারে, যখন আপনি ৪৮০ রান পিছিয়ে আছেন। এখানে আমাদের কালকে (আজ) ভালো খেলতে হবে। যদি দিনটাই দাপট দেখাতে পারি তাহলে...’ খানিক থেমে শান্তদের ব্যাটিং কোচ দিনের চাওয়ার কথাও বলেছেন, ‘ব্যাটিংয়ের ব্যাপারে আসলে সামনে কী হতে পারে কেউ কিছু বলতে পারে না। তবে সবার আগে আমাদের কাল (আজ) তিন সেশন ভালো ব্যাটিং করতে হবে।’

গতকাল দিনের ১৯ ওভার থাকতে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দিনে মোটে ১৫ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। সেই হিসেবে আজ সকালে নতুন বলের বিপক্ষেই খেলতে হবে জাকির হাসান ও তাইজুল ইসলামকে।

হেম্প সেখানেই দেখছেন শঙ্কা, ‘নতুন বলটা হুমকি। খেলোয়াড়রা নতুন বলে অনেক অনুশীলন করে নেটে। এটা আসলে চলমান প্রস্তুতি। আপনি ঠিকঠাক জাজ করতে পারছেন কি না বলটা? আপনি কি রান করার সুযোগটা কাজে লাগাতে পারছেন? পা সামনে এগোচ্ছে নাকি পেছনে যাচ্ছে? আপনি মাঠে নিজেকে ঠিকঠাক থাকতে পারছেন কি না? এটা আসলে আপনার নিয়মিত খেলাটাকে আরও বিকশিত করা। সবকিছুই আসলে তাদের পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এরপর তারা চাইবে তাদের খেলাটাকে এগিয়ে নিতে। বোলারকে চাপে রাখার চেষ্টা করতে হবে।’

লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসা কামিন্দু মেন্ডিস শুনিয়েছেন পরিকল্পনা। স্কোরবোর্ডে পাঁচশর বেশি রান করায় ম্যাচে নিশ্চিতভাবে এগিয়ে রাখছেন নিজেদের। সামনে বাংলাদেশকে আরও চাপে ফেলতে চায় অতিথিরা, ‘আমাদের বোলাররা ভালো করছে। তিনজন পেসার আছে। একজন স্পিনার এবং দুজন অলরাউন্ডার আছে। সকালে যদি আমরা ২-৩টি উইকেট নিতে পারি দ্রুত আমরা ওদের থেকে এগিয়ে যাব। প্রথম ঘণ্টা আমাদের কাজে লাগাতে হবে।’

সাগরিকার উইকেটে ব্যাটিং করা সিলেটের চেয়ে সহজ দাবি করে কামিন্দু বলেছেন, ‘শেষ ম্যাচের থেকে এখানের উইকেটে ব্যাটিং করা আরামদায়ক ছিল। তবে সামনে স্পিনাররা ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সামনের দুদিন।।’ একই শঙ্কা টাইগার কোচ হেম্পেরও। ব্যাটিং সহায়ক উইকেটে একটি সুযোগ তৈরির জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয় বোলারদের।

তাদের জন্য কঠোর পরিশ্রমের কথা ভেবেও এই সকল ক্যাচ লুফে নেওয়া উচিত বলে মনে করেন ডেভিড হেম্প, ‘আমরা এটা (ক্যাচ নেওয়ার দুর্বলতা) অস্বীকার করতে পারি না। এটা স্পষ্টতই ঘটছে। আমরা কিছু কাজ করছি। কেউ ক্যাচ মিস করতে চায় না, কিন্তু বোলাররা যখন সুযোগ তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে, আপনাকে সেই সুযোগগুলো নিতে হবে।’

হেম্পের মতে বিষয়টি খুব সহজ কিছু হবে না। কেননা এখন হাতে আছে ৯টি উইকেট। নাইটওয়াচম্যান তাইজুলকে নিয়ে আছেন জাকির হাসান। টপ অর্ডার যদি আগের টেস্টের মতো ব্যর্থ হয়, তবে পরিস্থিতি নাগালের বাইরে যেতে পারে বলে মনে করছেন টাইগার কোচ, ‘এটা চ্যালেঞ্জিং হতে পারে। কেউ যদি ভাবে আজ আমি অত ভালো করতে না পারলেও কাল তা পুষিয়ে দেব। আবার ১১-১২ ওভারের খেলা দুই ভাগে করলে কত হয় ৬ ওভার? মানে হচ্ছে ৩৬ বল। ফলে আমি আজ ৩৬ বল খেলব। ক্রিকেটাররা এতে অভ্যস্ত আছে। শুধু মাঠে কাজটা করে দেখাতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা