× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

তৃতীয় দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১০:৩৪ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৮:১৮ পিএম

তাইজুল-জাকেরের জুটির পর ধুঁকছে টাইগাররা— বিসিবি

তাইজুল-জাকেরের জুটির পর ধুঁকছে টাইগাররা— বিসিবি

তৃতীয় দিনের তৃতীয় সেশনে খেলা হলো ২৫ ওভার। এর মধ্যেই শ্রীলঙ্কার ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ১০২। প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকার সুবাদে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৪৫৫ রানে।

মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে দিনের শেষ সেশনে কিছুটা স্বস্তি দিয়েছেন হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই ফেরান দিমুথ করুনারত্নেকে।  পরের ওভারে কুশল মেন্ডিস বোল্ড হন খালেদ আহমেদের বলে।

১৫ রানে দুই উইকেট হারানো শ্রীলঙ্কার হয়ে এরপর আর কেউই থিতু হতে পারেননি। হাসান–খালেদরা একে একে তুলে নিয়েছেন মাদুশকা, চান্ডিমাল, ধনাঞ্জয়া ও কামিন্দুদের।  ৩৯ রানে অপরাজিত থেকে এক প্রান্ত ধরে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, যিনি ৭ রানে থাকতে প্রথম স্লিপে শাহাদাতকে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন।

হাসান ১১ ওভার বল করে ৫১ রানে নিয়েছেন ৪ উইকেট, ৯ ওভারে ২৯ রান দিয়ে খালেদের শিকার ২টি।

ব্যাটিং ধসে অল্পতে থামল বাংলাদেশ

শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাবে মাত্র ১৭৮ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার থেকে এখনও বাংলাদেশ পিছিয়ে ৩৫৩ রানে। দিনের প্রথম সেশনে ৩ উইকেটের পর দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে চা বিরতির আগেই অলআউট হয় শান্ত দল।

লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও প্রবাথ জয়সুরিয়া।

ব্যাট হাতে বাংলাদেশের জাকির হাসান সর্বোচ্চ ৫৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মুমিনুল হক। এছাড়া তাইজুল ইসলাম ২২ ও মাহমুদুল হাসান জয় করেন ২১ রান। সাকিবের ব্যাট থেকে আসে ১৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

ফিরলেন মিরাজ, লড়ছেন মুমিনুল

চা বিরতিতে যাওয়ার আগে বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজ। প্রবথ জয়সুরিয়ার বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেটটি বাঁচাতে পারেননি। ৩১ বল খেলে ৭ রান আসে তার ব্যাট থেকে। ৬৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৭৫।

দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা

তৃতীয় দিনের শুরুটা দারুণ করেছিলেন তাইজুল ইসলাম ও জাকির হাসান। দুজনে ৯৬ রান পর্যন্ত নিয়ে যান সংগ্রহ। এরপর দ্রুত তিনটি উইকেট হারায় স্বাগতিক শিবির। ৯৬ রানের মাথায় ফিফটি করে ফেরেন জাকির। এরপর ১০১ রানের মাথায় অধৈর্য হয়ে উইকেট হারান নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০৫ রানের মাথায় নাইটওয়াচম্যান তাইজুল বিশ্ব ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন। 

লাঞ্চের আগে আর বিপদ বাড়ায়নি বাংলাদেশ৷ মুমিনুল হক ও সাকিব আল হাসান ১০ রানের জুটি গড়ে আছেন৷ সাকিব ৬ ও মুমিনুল ২ রানে অপরাজিত আছেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৫। শ্রীলঙ্কার চেয়ে এখনও পিছিয়ে ৪১৬ রানে।

ব্যাটে জবাব দিচ্ছে বাংলাদেশ 

ফিফটি তুলে ফিরেছেন জাকির হাসান। ৯৮ বল খেলে ৮টি চারে তিনি অর্ধশত রানে পৌঁছান। এটা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। জাকিরের ফিফটিতে সকালটা ভালো গেলেও ড্রিংকসের পর থাকতে পারেননি জয়। বিশ্ব ফার্নান্দোর বলে ফিরেছেন  ৫৪ রান করে৷ 

৩৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। আগের দিন নাইটওয়াচ ম্যান হয়ে আসা তাইজুল ইসলাম ব্যাট করছে ১৩ রান নিয়ে। শ্রীলঙ্কা এখনও প্রথম ইনিংসে এগিয়ে ৪৩৫ রানে। ব্যাটিংয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বড় পরীক্ষায় আজ টাইগার ব্যাটাররা

পাঁচশ পার করে তবেই থেমেছে শ্রীলঙ্কা। ছয় ব্যাটারের ফিফটিতে প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩১ রানের জবাব ভালোভাবেই দিচ্ছিল বাংলাদেশ। তবে গতকাল রবিবার শেষ বিকালে মাহমুদুল হাসান জয়ের উইকেটের আক্ষেপ থাকছে টাইগারদের। এক উইকেট হারানোর পর আজ তৃতীয় দিনে ব্যাটারদের দিকেই তাকিয়ে স্বাগতিকরা।

স্বাগতিকদের স্কোরবোর্ডে ১ উইকেট হারিয়ে ৫৫ রান। প্রথম ইনিংসে এখনও ৪৭৬ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তরা। হাতে ৯ উইকেট। সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন জাকির হাসান (২৮*) ও তাইজুল ইসলাম (০*)।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা লঙ্কানদের পাঁচশর ভার বাংলাদেশ সামলাতে পারবে কি না, বড় হয়ে ওঠে সেই প্রশ্নটিই। তবে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারালেও আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট করেছেন ওপেনার জাকির। অবশ্য ব্যক্তিগত ২১ রানে সাজঘরমুখী হন অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। নাইটওয়াচম্যান হিসেবে জাকিরের সঙ্গী হয়েছেন তাইজুল ইসলাম।

চট্টগ্রাম টেস্টে ছিল ক্যাচ মিসের মহড়া

চলতি টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ক্যাচ মিসের মহড়া দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। প্রথম দিন ৪ ক্যাচ ফেলেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনেও চিত্রনাট্যের পুনরাবৃত্তি। স্বাগতিকদের হাত গলে বেরিয়েছে ৪ ক্যাচ। শ্রীলঙ্কার এক ইনিংসে ৮ ক্যাচ মিসের ঘটনায় কাঠগড়ায় বাংলাদেশের ফিল্ডাররা। একের পর এক সুযোগ হাতছাড়ার পর চাপ বেড়ে গেছে টাইগার ব্যাটারদের ওপর। 

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করছেন আজকের দিনটি তার শিষ্যদের জন্য ভীষণ কঠিন। তবে পুরো দিন ব্যাটিং করতে পারলে, ম্যাচে ফেরা সম্ভব বলেই মনে করছেন শান্তদের কোচ। গতকাল দিনের শেষ বিকালে মোটে ১৫ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। সেই হিসেবে আজ সকালে নতুন বলের বিপক্ষেই খেলতে হবে জাকিরদের।

তবুও জয়ের আশা দেখছে বাংলাদেশ

ডেভিড হেম্প সেখানেই দেখছেন শঙ্কা, ‘নতুন বলটা হুমকি। খেলোয়াড়রা নতুন বলে অনেক অনুশীলন করে নেটে। আপনি কি রান করার সুযোগটা কাজে লাগাতে পারছেন? পা সামনে এগোচ্ছে নাকি পেছনে যাচ্ছে? আপনি মাঠে নিজেকে ঠিকঠাক থাকতে পারছেন কি না? সবকিছুই আসলে পারফরম্যান্সের প্রতিচ্ছবি। মোট কথা, বোলারকে চাপে রাখার চেষ্টা করতে হবে।’

বাংলাদেশ পিছিয়ে ৪৭৬ রানে। এরই মধ্যে বিদায় নিয়েছেন একজন ওপেনার। এমন পরিস্থিতি থেকে ম্যাচ জেতা বেশ কঠিন। তবু জয়ের আশা ছাড়ছেন না হেম্প। দিনের খেলা শেষে বলেছেন, ‘এখনও ম্যাচ জেতার আশা করছি। যখন আপনি ৪৮০ রানে পিছিয়ে আছেন তখন এটা শুনতে অস্বস্তি লাগতে পারে। আমাদের কাল (আজ) ভালো খেলতে হবে। মোট কথা তিন সেশন ভালো ব্যাটিং করতে হবে।’

শ্রীলঙ্কা চায় দ্রুত উইকেট

লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসা কামিন্দু মেন্ডিস টাইগারদের চাপে ফেলার জন্য আজ প্রথম ঘণ্টাকে মনে করছেন গুরুত্বপূর্ণ। দিন শেষে বলেন, ‘আমাদের বোলাররা ভালো করছে। সকালে যদি আমরা ২-৩টি উইকেট নিতে পারি দ্রুত আমরা ওদের থেকে এগিয়ে যাব। প্রথম ঘণ্টা আমাদের কাজে লাগাতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা