× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টের চার হাজারি ক্লাবে মুমিনুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৯:১৩ পিএম

টেস্টের চার হাজারি ক্লাবে মুমিনুল; ফাইল ছবি

টেস্টের চার হাজারি ক্লাবে মুমিনুল; ফাইল ছবি

টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাট। সাদা পোশাকে বাংলাদেশের বয়স খুব বেশি নয়। তাই রান এবং উইকেটের হিসেবে অন্য সব ক্রিকেট খেলুড়ে দেশের থেকে বেশ পিছিয়ে টাইগাররা। এবার অভিজাত এই ফরম্যাটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে এলিট এই ক্লাবে যোগ দিলেন বাঁহাতি এই ব্যাটার।

সোমবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৩ রান করার পথে এই মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। ৬১ টেস্টের ১১৩ ইনিংসে বর্তমানে মুমিনুলের রান ৪ হাজার ৮। দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান অবশ্য মুমিনুল। ১২টি সেঞ্চুরি করে সবার উপরে আছেন তিনি। দুয়ে থাকা মুশফিক ও তামিমের সেঞ্চুরি ১০টি। ৫টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ স্থানে আছেন সাকিব।

২০১৩ সালে অভিষেকের পর সাদা পোশাকে মুমিনুলের শুরুটা হয় স্বপ্নের মতো। মাত্র ২০ ইনিংসে পূর্ণ করেন এক হাজার রান। দুই হাজার রানের ঘরে পৌঁছাতে মুমিনুলের লেগেছিল ৪৭ ইনিংস। দুই থেকে তিনে যেতে মুমিনুল সময় নেন ২৯ ইনিংস। এবার শেষ এক হাজার রান নিতে ৩৭ ইনিংস খেলতে হয়েছে তাকে। সব মিলিয়ে দেশের হয়ে তৃতীয় দ্রততম চার হাজার রানের মালিক মুমিনুল।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকের। ৮৮ ম্যাচে ৫ হাজার ৬৭৬ রান করেছেন এই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটার। ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় ক্রিকেটার হলেন তামিম। ৭০ ম্যাচে বাঁহাতি এই ওপেনার করেছেন ৫ হাজার ১৩৪ রান। এরপরই রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৭ ম্যাচে ৪ হাজার ৪৬৯ রান করেছেন বাংলাদেশ দলের অন্যতম বড় কাণ্ডারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা