× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা নিয়ে এখনই ভাবছেন না আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ২২:০৪ পিএম

কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি

কাঁধে ছিল নিষেধাজ্ঞার খড়গ। যে কারণে মাঠে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তবে সান্টিয়াগো বার্নাব্যুতে তার অনুপস্থিতিটা টেরই পায়নি রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান রদ্রিগো যেভাবে দুর্দান্ত খেলেছেন, তাতেই আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের অভাবটা পূরণ হয়ে গেছে। দলকে উপহার দিয়েছেন জোড়া গোলের নৈপুণ্য।

ব্যাপারটা এখানেই শেষ নয়। নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে রিয়ালকে ২-০ গোলের এক রোমাঞ্চকর জয়ও উপহার দিয়েছেন রদ্রিগো। দারুণ এ জয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

ম্যাচে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি ভক্ত-সমর্থকদের। ৮ মিনিট না যেতেই ভেঙে যায় লড়াইয়ের ডেডলক। স্বাগতিক রিয়ালকে লিড এনে দেন রদ্রিগো। একক প্রচেষ্টায় ওপরে উঠে ক্ষিপ্রগতির শট নেন এ ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান এ তারকা প্লেমেকারের দুরন্ত শটেই বিলবাওয়ের জাল কেঁপে ওঠে। তাতেই এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের ৭৩ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে জড়ান বল। ডাবল গোল পূর্ণ করার আনন্দে মাতেন রদ্রিগো। রিয়াল শিবির উল্লাসে ফেটে পড়ে দ্বিগুণ এগিয়ে যাওয়ার আনন্দে। দুই অর্ধে দুটি গোল করে জয়ের নায়ক রদ্রিগো। অসাধারণ এ জয়ে স্প্যানিশ লিগ ট্রফি জয়ের দৌড়ে ব্যবধানটা বাড়িয়ে নিল রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে আটে নিয়ে গেলেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

জয়ের পর দলের খেলা নিয়ে উচ্ছ্বাসের কথা জানান আনচেলত্তি, ‘আন্তর্জাতিক বিরতিতে অনেক খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলে আসাকে বিবেচনায় নিলে এটা কঠিন একটা ম্যাচই ছিল। সত্যি কথা হচ্ছে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং দ্রুত আক্রমণে গিয়েছি। রক্ষণের দিক থেকেও আমরা জমাট এবং শৃঙ্খলাবদ্ধ ছিলাম, খুব বেশি ঝুঁকিও নিইনি।’

রদ্রিগোর স্তুতিও গেয়েছেন এ ইতালিয়ান ফুটবল গুরু, ‘রদ্রিগো খুবই ভালো খেলেছে এবং ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচের একেবারে শুরুতে সে গোল করেছে।’ দুর্দান্ত এ জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে রিয়াল। তবে এখনই শিরোপা নিয়ে ভাবছেন না আনচেলত্তি, ‘আমরা এটা নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ জিততে হবে আমাদের। লিগ এখনও উন্মুক্ত। তবে আমরা এগিয়ে আছি এবং আমাদের প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা