× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম দিনে গড়াল চট্টগ্রাম টেস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১১:০৭ এএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১৮:১৩ পিএম

পঞ্চম দিনে গড়াল চট্টগ্রাম টেস্ট

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের তৃতীয় সেশনে ৩৩ ওভারে ১৩৬ রান তুলতে ৩টি উইকেট হারিয়েছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*) অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন।


চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে হাতে ৩ উইকেট রেখে জয় থেকে এখনো ২৪৩ রানের দূরত্বে বাংলাদেশ। নিশ্চিত হার চোখ রাঙাচ্ছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। তবু আগামীকাল পঞ্চম ও শেষ দিনে ক্রিজে যতক্ষণ সম্ভব টিকে থাকাই লক্ষ্য হবে বাংলাদেশের।


সাকিবের পর লিটনের বিদায়

জমে উঠেছিল পঞ্চম উইকেটের জুটি। লিটন-সাকিব ভালোভাবেই পথ চলছিলেন। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান কামিন্দু মেন্ডিস।  কট আউটে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। যদিও এর পুরো  কৃতিত্ব  নিশান মাদুশকার। দারুণ রিফ্লেক্সে গালিতে অসাধারণ ক্যাচ লুফে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সাকিব ও লিটনের ৬১ রানের জুটি ভাঙে। ৫৩ বলে ৩৬ রান করেছেন সাকিব। 


সাকিব বিদায়ের পর থিতু হতে পারেননি লিটনও। লাহিরু কুমারার বল খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন উইকেটরক্ষক এই ব্যাটার। প্রথম ইনিংসে চার রান করা লিটন দ্বিতীয় ইনিংসে থেমেছেন ৩৮ রানে।


ক্রিজে শাহাদাতের (১*) সঙ্গী মেহেদী হাসান মিরাজ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩১৩। চলছে চতুর্থ দিনের তৃতীয় ইনিংসের খেলা। 



ফিফটির পরেই বিদায় মুমিনুলের



বিনা উইকেটে ৩২ নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেই পা হড়কেছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলছে টাইগারর। একপ্রান্ত আগলে ধরে রেখে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু ফিফটি করেই যেন দায়িত্ব শেষ হয়ে গেল তার। বাংলাদেশের সাবেক অধিনায়ক শ্রীলঙ্কার স্পিনার প্রবাত জয়াসুরিয়াকে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে লাহিরু কুমারার হাতে ক্যাচ তোলেন। ৫৬ বলে ৫০ করেছেন মুমিনুল। মুমিনুলের বিদায়ের ৫ বল পরেই বাংলাদেশ চা বিরতিতে গেছে ৪ উইকেটে ১৩২ রান নিয়ে। চট্টগ্রাম টেস্টে হার এড়াতে হলে আরও ৪ সেশন ব্যাটিং করতে হবে স্বাগতিকদের, জয় পেতে হলে লাগবে আরও ৩৭৯ রান। 


লাঞ্চ বিরতির পর দলকে ৩৭ রানে রেখে বিদায় নিয়েছেন মাহমুদুল হাসান। শ্রীলঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়াকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন বাংলাদেশের ওপেনার। আউট হওয়ার আগে ২৪ রান করেছেন মাহমুদুল। এরপর লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ তুলেছেন জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা বাঁহাতি এবার করেছেন ১৯ রান।


দলীয় ৯৪ রানের মাথায় লাহিরু কুমারার অসাধারণ এক বলে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন। লঙ্কান পেসারের ভেতরে ঢোকা বলের লাইন বুঝতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৫৫ বলে ২০ রান করেছেন নাজমুল। টেস্ট সিরিজে চার ইনিংসে এটিই সর্বোচ্চ তাঁর।


ক্রিজে সাকিব আল হাসানের সাথে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন অফফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সাকিব ১৪ ও লিটন ০ রানে ব্যাট করছেন।



কোনো উইকেট না হারিয়ে বিরতিতে টাইগাররা


সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। সে ম্যাচের ফল কী হয়েছিল, সেটি জানা কথাই। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের সামনে লক্ষ্যটা অসম্ভব—৫১১ রানই। অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করেছে ৩১ রান। মাহমুদুল হাসান ২৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন। ২৪ বলে ১১ রানে খেলছেন জাকির হাসান। জয়ের জন্য এখনো ৪৭০ রান করতে হবে, হাতে আছে পাঁচ সেশন। 


চতুর্থ দিন প্রথম সেশনে এক ঘণ্টার একটু বেশি সময় ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। টস জেতা লঙ্কানরা আগে ব্যাট করে প্রথম ইনিংসে থামে ৫৩১ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ থেমেছে মাত্র ১৭৮ রানে। স্বাগতিকদের ফলোঅন না করিয়ে প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় টার্গেট ছুড়ে দিয়েছে।



রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

চট্টগ্রাম টেস্টে ৬ উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। তাতে ম্যাচ জিততে বিশ্বরেকর্ড ৫১১ রান করতে হবে বাংলাদেশকে। ইনিংস ঘোষণার সময় প্রবাত জয়াসুরিয়া ২৮ ও বিশ্ব ফার্নান্ডো ৮ রানে অপরাজিত ছিলেন।

সিলেট টেস্টের পর চট্টগ্রামেও ব্যর্থ বাংলাদেশি ব্যাটিং লাইনআপ। টস জেতা লঙ্কানরা আগে ব্যাট করে প্রথম ইনিংসে থামে ৫৩১ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ থেমেছে মাত্র ১৭৮ রানে। স্বাগতিকদের ফলোঅন না করিয়ে প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় টার্গেট ছুড়ে দিয়েছে।

আজ আরও ৭৩ ওভারের পর আগামীকাল আছে প্রায় ৯০ ওভার। দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৪২ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে এ ম্যাচ ড্র করতে গেলেও তাই নিজেদের রেকর্ড ভাঙতে হচ্ছে বাংলাদেশকে, সেটি বলাই যায়। আপাতত চ্যালেঞ্জ শ্রীলঙ্কান পেসারদের সামলানো।


সাকিবের বলে বোল্ড ম্যাথিউস

৩৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন ম্যাথিউস। আজ সকালে পেয়ে যান ক্যারিয়ারের ৪১তম ফিফটি। এরপর অবশ্য আর বেশিক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি। সাকিবের মিডল স্টাম্প বরাবর করা বল পড়ার পর টার্ন করে বেরিয়ে যাওয়া বলটি ফাঁকি দিল ম্যাথিউসের ব্যাটের আউটসাইড-এজ। পেছনের পায়ে ভর করে খেলতে চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। ফিফটি করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান বোল্ড হলেন। প্রায় ৪৫ মিনিট পর দিনের প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে ৪৫৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার লিড এখন ৫০০ রানের। প্রবাত জয়াসুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোর ব্যাটিং দেখে মনে হচ্ছে দ্রুত আরও কয়েকটি রান তুলতে চান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা