× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতিদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ২২:১২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ২২:৪৩ পিএম

বাংলাদেশের নারী ক্রিকেটারদের  সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: বিসিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ানুরাগী। শত ব্যস্ততার মাঝেও ক্রীড়াঙ্গনে চোখ রাখতে ভোলেন না। তবে ক্রিকেট নিয়ে সব সময় যেন একটু বেশি টান অনুভব করেন প্রধানমন্ত্রী। যে কারণে ক্রিকেটাঙ্গনের একটু বাড়তি খোঁজখবর রাখেন। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল যে বাংলাদেশ সফর করছে, সে খবরও রেখেছেন শেখ হাসিনা। তাই তো ক্রিকেটের প্রতি আলাদা ভালোলাগা থেকেই অজি কন্যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেটাররাও পেয়েছিলেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ।

সুযোগটা কাজে লাগিয়েছে দুদলই। আমন্ত্রণ পেয়ে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেছেন দুদেশের নারী ক্রিকেটাররা। সাক্ষাতের সময় ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

গণভবনে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: বিসিবি 

সাক্ষাতে বাঘিনীদের উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষণের জন্য দেশের নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। আর বলেছেন তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব, ওখানে গিয়ে ট্রেনিং করবে তোমরা। ওখানে গিয়ে অনুশীলনের কথা বলেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা - ছবি: বিসিবি 

বিসিবির পরিচালক নাদেল আরও জানান, ‘প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ সুবিধার খোঁজখবরও নিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ভালো খেলতে না পারলেও প্রধানমন্ত্রী মেয়েদের অনুপ্রাণিত করেছেন। ক্রিকেটারদের হাতে উপহারও তুলে দিয়েছেন তিনি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি - ছবি: বিসিবি 

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকা সফরে এসেছেন অস্ট্রেলিয়ার নারীরা। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় অ্যালিসা হিলির দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম নাদেল। পাশে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন - ছবি: বিসিবি 

সফরে বেশ দাপট দেখিয়ে চলেছেন তারা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করেছেন অজিরা। একদিনের সিরিজে জ্যোতিদের হোয়াইটওয়াশ করেছেন অতিথি মেয়েরা। মঙ্গলবার এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ ট্রফিও নিজেদের করে ফেলেছে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা