× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৭:১৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৭:৩৩ পিএম

ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র

আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে নবম আসর। বিশ্বকাপ শুরুর আগেই অনিয়মের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএসি) বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও যুক্তরাষ্ট্রের অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)  ইউএসএসি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বেশিরভাগই ইউএসএসিকে নিষিদ্ধ করার পক্ষে। তবে বিশ্বকাপের কারণে আপাতত সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মূলত ইউএসএসির বোর্ড পরিচালকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এর জেরে প্রধান নির্বাহী নুর মুরাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার আগে অবশ্য ইউএসএসি ছেড়ে গেছেন উন্নয়ন কর্মকর্তা পল লয়েড, নারী ক্রিকেট সমন্বয়ক জুলি অ্যাবোট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বার্ট ককলি।

জানা গেছে, দায়িত্বকালে মুরাদ নিজের পছন্দের লোক নিয়োগ দিতে চেয়েছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপ কেন্দ্র করে জাতীয় দলের জন্য হাই পারফরম্যান্স কাঠামো তৈরি করতে চেয়েছিলেন। যদিও তার প্রচেষ্টা বৃথা যায়।

ইউএসএ ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পরিচালনা পর্ষদে ১০ পরিচালকের মধ্যে চেয়ারম্যান ভেনু পিসিকেসহ ছয়জন স্বতন্ত্র পরিচালক। বাকিরা লিগ, ক্লাব এবং নারী ও পুরুষ ক্রিকেটার পরিচালক পদে। এদের বেশিরভাগই ভারতীয় উপমহাদেশ বংশোদ্ভূত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা