× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৩:৫৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৪:১৮ পিএম

৪০ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন বিলবাও

কোপা দেল রের ইতিহাসে দ্বিতীয় সেরা দল অ্যাথলেটিক বিলবাও। ১৯৮৩-৮৪ মৌসুমে সর্বশেষ ২৩তম শিরোপা ঘরে তুলেছিল দলটি। এবার দীর্ঘ ৪০ বছর পর শিরোপা ঘরে তুলল স্প্যানিশ দলটি৷ এ প্রতিযোগিতায় ৩১ টি শিরোপা জিতে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

শনিবার (৬ এপ্রিল) রাতে কোপা দেল রে শিরোপা জয়ের লড়াইয়ে মায়োর্কার মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিক বিলবাও। নির্ধারিত সময় খেলা শেষে ম্যাচ ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিট খেলা শেষে গোল দিতে পারেনি কেউ। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। পেনাল্টি শুটআউটে মায়োর্কাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে বিলবাও৷ 


ফাইনালে মাঠের খেলায় বিলবাওয়ের দাপট ছিল বেশি। ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় বিলবাও। বিপরীতে ৩১ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা নেয় ১৩ শট। বলের দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও গোল আগে মায়োর্কাই পায়। ২১তম মিনিটে ড্যানি রদ্রিগেজ গোল করে এগিয়ে দেন মায়োর্কাকে। প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করে বিলবাও। বিরতির পর ৫০তম মিনিটে অইহান সানচেতের গোলে সমতায় ফেরে বিলবাও। 


এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত দাপট দেখিয়েও জয়সূচক গোলটি আদায় করতে পারেনি বিলবাও। টাইব্রেকারে বিলবাওয়ের প্রথম চার খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করেন। 

কিন্তু মায়োর্কার মানু মোরলানেস এবং নেমানিয়া রাদোনিক গোল করতে ব্যর্থ হন। মোরলানেসের শট বিলবাও গোলকিপার হুলেন আগিরেবালা ঠেকিয়ে দেন। আর বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন রাদোনিক। যা শেষ পর্যন্ত বিলবাওয়ের হাতে তুলে দেয় শিরোপা। এ ম্যাচে দারুণ খেলে বিলবাওয়ের শিরোপার জয়ের অন্যতম নায়ক নিকো উইলিয়ামস। ম্যাচসেরাও হয়েছেন ২১ বছর বয়সি এ ফরোয়ার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা