× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

প্রথম জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ২২:১৯ পিএম

ম্যাচসেরা রোহান উদ দ্দোলা বর্ষণ

ম্যাচসেরা রোহান উদ দ্দোলা বর্ষণ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস নেমে এসেছিল ৪৩ ওভারে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রুপগঞ্জ টাইগার্সের জয়ে অবদান রেখেছেন রহনত দৌলা বর্ষণ। 

রবিবার (৭ এপ্রিল) সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ১৪৯ রান তুলে অলআউট হয় রুপগঞ্জ টাইগার্স। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে কার্টেল ওভারে ৪৩ ওভারে ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় ব্রাদার্স।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা অত ভালো হয়নি রুপগঞ্জ টাইগার্সের। দলের মাত্র ৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার আরাফাত সানি জুনিয়র (০) এবং আইচ মোল্লাহ (৫)। এরপর দলের হাল ধরেন ফরহাদ হোসেন। মাঝে আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান। পরে ফরহাদের সাথে যোগ দেন শামসুর রহমান শুভ। 

ভালোভাবেই এগিয়েছে দুজনের ইনিংস। দলের ৬১ রানের মাথায় আউট হওয়ার আগে ফরহাদ খেলেন ৪৪ বলে ২৫ রানের ইনিংস। শামসুর টিকে ছিলেন। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে অসাধারণ এক ফিফটিও তুলে নেন শামসুর। ৮০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন শামসুর। শেষ দিকে ২০ বলে ১২ রান করেন সোহাগ গাজী। এছাড়া ২৬ বলে ২১ রানের ইনিংস খেলেন রহনত দৌলা বর্ষণ। এতে গুঁটিয়ে যাওয়ার আগে ১৪৯ রান করে রুপগঞ্জ।

ব্রাদার্সের হয়ে ৩ উইকেট শিকার করেন মনির হোসাইন। এছাড়া ২টি করে উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র, রাহাতুল ফেরদৌস এবং আবু জায়েদ রাহি।

জবাব দিতে নেমে বোর্ডে রান তোলার আগেই ওপেনার রহমতউল্লাহ আলীর উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স। ২ বলে ০ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান রহমতউল্লাহ। এরপর ইমতিয়াজ হোসেন এবং রাহাতুল ফেরদৌস মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দলের ৪৩ রানের মাথা ২৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান রাহাতুল। পরের ওভারেই আউট হয়েছেন ইমতিয়াজ। ৫৬ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর ২৩ বলে ১১ রান করেন মাহমুদুল হাসান। মাঝে আবদুল মজিদ কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন। সাথে ছিলেন মারাজ মাহবুব নিলয়। তবে দুজনের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মারাজ আউট হন ৩৮ বলে ১৭ রান করে, দলের ১০৬ রানের মাথায়। একই ওভারে আউট হয়েছেন মজিদ, দলের বোর্ডে তখন ১০৭ রান।

তবে মজিদের আউটের পর বাকি ব্যাটারদের কেউ দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ফলে একের পর এক টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় ব্রাদার্স। ফলে ৩১ রানের জয় পায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রুপগঞ্জ টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ আবু হাসিম। এছাড়া ২টি করে উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন এবং রহনত দৌলা বর্ষণ। এছাড়া ১ উইকেট তোলেন নাবিল সামাদ।

এই ম্যাচে জেতার ফলে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচ খেলে ১ জয়ের ফলে ২ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের একদম তলানিতে অর্থাৎ ১২ নম্বরে আছে রুপগঞ্জ টাইগার্স। ৯ ম্যাচে ৯ জয় তুলে শীর্ষে আছে আবাহনী লিমিটেড।

সংক্ষিপ্ত স্কোর

রূপগঞ্জ টাইগার্স: ৩৯.১ ওভারে ১৪৯/১০ (শামসুর রহমান ৫৭, ফরহাদ হোসেন ২৫, রোহান উদ দ্দোলা বর্ষণ ২১; মনির হোসেন ৩/১৯, আবু জায়েদ রাহি ২/৪২, রাহাতুল ফেরদৌস ২/২৬, নাঈম হোসেন জুনিয়র ২/৩১)। 

ব্রাদার্স ইউনিয়ন: ৩৯.২ ওভারে ১১৬/১০ (আব্দুল মজিদ ২৮, ইমতিয়াজ হোসেন ২২, মেরাজ মাহবুব নীলয় ১৭; মোহাম্মদ আবু হাসিম ৪/২৬, রোহান উদ দ্দোলা বর্ষণ ২/১৭, আবদুল্লাহ আল মামুন ২/১৮)। 

ফল: রূপগঞ্জ টাইগার্স ৩১ রানে জয়ী। 

ম্যাচসেরা: রোহান উদ দ্দোলা বর্ষণ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা