× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ধরনের সমস্যায় পড়ছে পেপ গার্দিওলার ম্যানসিটি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১১:১৮ এএম

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

টানা ট্রেবল জয়ের হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ- তিনটিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে সিটির। যে ছন্দে এগোচ্ছে সেটি ধরে রেখে মৌসুমের বাকি সময়টা পার করতে পারলেই হয়। তবে মৌসুমের শেষ দিকে এসে শিরোপা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার বদলে অন্য দুশ্চিন্তা ভর করেছে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার মনে। সেই ভয় চোট এবং ক্লান্তিকে ঘিরে। স্প্যানিশ কোচের ধারণা, ক্লান্তিজনিত বড় ধরনের সমস্যায় আছে তার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর দলের অন্যতম মিডফিল্ডার রদ্রি সামনে আনেন ক্লান্তির বিষয়টি। এমনকি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্রাম চাওয়ার কথাও বলেন তিনি। সেটির জবাবে গার্দিওলা বলেছেন, ‘আমাদের খেলাগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন। বিষয়টা সরল। যে মানের খেলা সে খেলে, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আপনার যদি এমন খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, সে খেলবে না।’


এর মধ্যে দলের রক্ষণভাগ নিয়েও দুশ্চিন্তায় আছেন গার্দিওলা। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন কাইল ওয়াকার ও জন স্টোনস। ফলে পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাদেরও। সব মিলিয়ে বড় ধরনের সমস্যায় আছেন জানিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোয় আমরা ক্লান্ত হয়ে পড়ব। (আজ) আমরা ঠিক করব, আমাদের কি করতে হবে।’

চলতি মৌসুম প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা আর্লিং হাল্যান্ড। এখন পর্যন্ত ১৯ গোল করেছেন এ তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য বেশ সমালোচনাও হচ্ছে হাল্যান্ডকে নিয়ে। বলা হচ্ছে, গোল করা বাদ দিলে হাল্যান্ড নিম্নমানের ফুটবলার। অথচ এই হাল্যান্ডই গত বছর ব্যালন ডি’অরে রানার্সআপ হয়েছিলেন। 

হাল্যান্ড এবারও ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারের লড়াইয়ে থাকবেন কি না, জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘লক্ষ্য কিন্তু ব্যালন ডি’অর নয়, লক্ষ্য হচ্ছে ট্রফি জেতা। সেটা সে জিতেছে। তাকে ছাড়া আমরা কি গত বছর ৫টা শিরোপা জিততে পারতাম? প্রশ্নই আসে না। এটা শুধু আর্লিং বা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিষয় না। যতক্ষণ পর্যন্ত আপনি অবসর নিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আরও ভালো করার সুযোগ আছে।’

আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে খেলবে ম্যানসিটি। এই ম্যাচ জিতলে সাময়িকভাবে শীর্ষে উঠে আসবে সিটিজেনরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা