× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ২০:০০ পিএম

বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব এখন মুশতাক আহমেদের কাঁধে

বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব এখন মুশতাক আহমেদের কাঁধে

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের আগে টাইগারদের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ সাবেক লেগ স্পিনার। মঙ্গলবার (১৬ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রঙ্গনা হেরাথের সঙ্গে বাংলাদেশের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩০ নভেম্বর। শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার আর চুক্তির মেয়াদ বাড়াননি। তার চলে যাওয়ার পর থেকেই স্পিন বোলিং কোচের পদটি শূন্য পড়েছিল। যে কারণে ওয়ানডে বিশ্বকাপ শেষে স্পিন বোলিং কোচ ছাড়াই এত দিন সিরিজ খেলেছেন শান্তরা। অবশেষে দেশের স্পিনারদের জন্য নতুন কোচ বেছে নিয়েছে বিসিবি।

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে বিসিবি। চলতি এপ্রিলের শেষদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প থেকেই টাইগারদের দায়িত্ব কাঁধে তুলে নেবেন মুশতাক। বাংলাদেশের নতুন এ স্পিন কোচ বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী জুনে হবে সংক্ষিপ্ত সংস্করণের এ বৈশ্বিক টুর্নামেন্ট।

এর আগে ৫৩ বছরের মুশতাক এর আগে বেশ কয়েকটি দেশের জাতীয় দলের স্পিন বোলিং নিয়ে কাজ করেছেন। ২০০৮-১৪ সালে ইংল্যান্ড, ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ সালে পাকিস্তানের স্পিন কোচ ছিলেন পাকিস্তানের এ ক্রিকেট লিজেন্ড। আর ২০১৪-১৬ সালে বোলিং পরামর্শক ছিলেন নিজ দেশের।

দায়িত্ব পেয়েই বাংলাদেশ দলকে বিশ্বের অন্যতম ভয়ংকর দল হিসেবে অভিহিত করেছেন মুশতাক। বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক সম্মানের। দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি এবং অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সব সময়ই বিশ্বাস করি তারা (বাংলাদেশ) বিশ্বের অন্যতম ভয়ংকর দলগুলোর একটি। তারা যেকোনো দলকেই হারাতে পারে, কারণ তাদের সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা আছে। আমি চেষ্টা করব আমার এই বিশ্বাসটাই তাদের মাঝেও ছড়িয়ে দিতে। বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা