× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট নিয়ে সজাগ বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ২১:১৫ পিএম

চোট নিয়ে সজাগ বিসিবি

আরেকটি বিশ্বকাপ। আরেকটি উপলক্ষ। ওয়ানডে বিশ্বকাপ ছিল ভুলে ভরাÑ যাচ্ছেতাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই ‘সজাগ’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পারফরম্যান্স ও শারীরিক কন্ডিশনÑ ক্রিকেটারদের দিকে পাখির চোখ রাখছে বোর্ড।

বিপিএল-ডিপিএল, মাঝখানে শ্রীলঙ্কা সিরিজ। ক্লান্ত-শ্রান্ত ক্রিকেটাররা। গুটিকয়েক ইনজুরিতেও। হাঁটুর চোটে ভুগছেন সৌম্য সরকার। কাঁধের ইনজুরি বহু পুরোনো তাসকিন আহমেদের। ইতোমধ্যে ‘টেস্টকে’ টাইগার পেসার জানিয়েছেন গুডবাই। ফর্মহীনতা ও টানা ম্যাচ খেলে তিতিবিরক্ত লিটন দাস। আছেন বিশ্রামে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশিরা রান পেলেও ভুগেছেন দেশি ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজে কামিন্দু মেন্ডিস-কুশল মেন্ডিসদের ব্যাটে বিদ্যুৎ খেলে গেলেও নির্বিকার ছিল নাজমুল হোসেন শান্তদের ব্যাট। এর জন্য অবশ্য ঘরোয়া ক্রিকেটকে ‘প্রশ্নবিদ্ধ’ করা হচ্ছিল! কিন্তু ডিপিএলেও কিম্ভূতকিমাকার। ছন্নছাড়া ব্যাটিং-বোলিং, আলোচনা হচ্ছে স্বভাবতই!

পহেলা জুন থেকে টি-টোয়েন্টি মহাযজ্ঞের নবম আসর। ইনজুরি শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েও বোর্ডের আপত্তিতে যেতে পারেননি তাসকিন। এ নিয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, বিশ্বকাপের আগে তাসকিনের বিশ্রাম প্রয়োজন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সে (তাসকিন) কিন্তু আমাদের অল ফরম্যাট প্লেয়ার। আইপিএলে ৪০-৪৫ দিনের মধ্যে প্রচুর ম্যাচ খেলতে হয়। দেখা যায় রাত ১২টা পর্যন্ত খেলল, পরের দিন সকাল ৬টায় আবার প্লেন ধরতে হয়।’

বেছে বেছে ম্যাচ খেলানো। টেস্ট থেকে বিরতি। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র না দেওয়া। তাসকিনকে নিয়ে বিসিবির সাবধানী মনোভাব হলেও বাস্তবে ভিন্ন। ঠিকই ডিপিএলে খেলছেন তিনি। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে হালকা চোটেও পড়েন। অদ্ভুত ব্যাপার হলো, তাসকিন আইপিএলে দল না পেলেও ঠিকই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিয়ে অবশ্য বিসিবি পরিচালকের ভিন্ন যুক্তি, ‘তাসকিনের ইনজুরি সমস্যা মুস্তাফিজের চেয়ে বেশি। সেটা আমাদের জন্য কনসার্ন। (ডিপিএলে) ওয়ানডে কিন্তু, ওখানে ও (তাসকিন) বিশ্রাম পাচ্ছে। আইপিএল আর ঢাকা লিগ যদি চিন্তা করেন তাসকিনের জন্য যেহেতু তিন ফরম্যাটের প্লেয়ার ওকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। এখানে ওয়ানডেতে ৩-৪ দিন বিশ্রাম পাচ্ছি যেটা কিন্তু ভারতে পাব না।’

আকরাম অবশ্য স্বীকার করছেন, ইনজুরি প্রতি ক্ষেত্রেই খারাপ। সৌম্য ভালো করা শুরু করে ইনজুরিতে পড়ে গেল। তাইজুলও ইনজুরিতে। এটা নিয়ে গত ৫-৭ বছর ধরে আমরা কনসার্ন। এটা থেকে বেঁচে থাকতে হবে। সব দলের জন্যই এটা সমস্যা।’

বিসিবির দুশ্চিন্তার মাঝে আশার দিক, ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন সৌম্য-লিটন ও তাইজুল ইসলাম। লিগের শেষ মুহূর্তে খেলছেন তাসকিন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, সৌম্যর উন্নতি বেশ আশাব্যঞ্জক। এখন পুরোপুরি সেরে উঠেছেন। ম্যাচ ফিটনেসের জন্য আরও কিছুটা সময় পেলে দ্রুত ফিরতে পারবেন বলেই আশা মেডিকেল বিভাগের। আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সুপার লিগ থেকে লিটনকে দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে ডিপিএলে টানা ম্যাচ খেলতে গিয়ে তাসকিন-লিটনরা যদি ইনজুরিতে পড়েন, তাহলে নতুন বিপাকে পড়তে হবে বিসিবিকে। আপাতত সে দুশ্চিন্তা বাদ দিয়ে দেখার বিষয় বিশ্বযজ্ঞের আগে কতটা নির্ভার থাকতে পারে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা