× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিম-মাশরাফিদের সামনে কঠিন সমীকরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১২:৪৬ পিএম

ডিপিএলে তামিম-মাশরাফিদের সামনে কঠিন সমীকরণ। ছবি : সংগৃহীত

ডিপিএলে তামিম-মাশরাফিদের সামনে কঠিন সমীকরণ। ছবি : সংগৃহীত

মঙ্গলবার বিকালের দিকে খরতাপের মধ্যে হঠাৎ কালবৈশাখী উঠেছিল ঢাকায়। মিরপুরে বল হাতে ঝড় তুলেছিলেন নাহিদ রানাও। তার বোলিং তোপেই মোহামেডানকে ২২৭ রানে আটকে ফেলে শাইনপুকুর। ৪৫ রানে নাহিদ শিকার করেন ৫ উইকেট। ১১৬ রানে শাইনপুকুরের ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডানও। তখন ফের বৃষ্টি এসে কিছু সময় নষ্ট করে। খেলার নিষ্পত্তি হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ৩০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য পায় শাইনপুকুর। অনায়াসে সে রান তাড়া করে সুপার লিগের সম্ভাবনা উজ্জ্বল করে আকবর আলীর দল। 

ডিপিএল ১০ম রাউন্ড শেষে সুপার লিগের লাইনআপ অনেকটাই পরিষ্কার। ১২ দলের মধ্যে নিচের ৫টি দলের কোনো সুযোগ নেই সুপার লিগে যাওয়ার। টানা ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আবাহনী এবং ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সুপার লিগ নিশ্চিত। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও এগিয়ে আবাহনী। 

বাকি চারটি জায়গা নিয়ে ৫ দলের মধ্যে জমে উঠেছে দারুণ লড়াই। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শাইনপুকুর। সমান পয়েন্ট নিয়ে মোহামেডান আছে চারে। প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্ট সমান ১২ করে। প্রতিটি দলের এখনও ১টি করে ম্যাচ বাকি। নেট রানরেট ও পয়েন্টে শাইনপুকুর ও মোহামেডানের সুপার লিগের পথ কিছুটা সহজ হয়ে আছে। মোহামেডান নিজেদের শেষ ম্যাচে খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে। ছয়ে থাকা দলটি লিগ পর্বের শেষ ম্যাচে খেলবে শক্তিশালী শাইনপুকুরের বিপক্ষে। 

প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স নিজেদের শেষ ম্যাচ খেলবে তুলনামূলক কম শক্তিধর দলের বিপক্ষে। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। গতকালও বিকেএসপিতে অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরির (১০৬) দিনে রূপগঞ্জ টাইগার্সের কাছে ডিএলএস পদ্ধতিতে সিটি ক্লাব হেরেছে ৫ রানে। আরেক ম্যাচে ফতুল্লায় ১৩০ রানের বড় ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

তামিম ইকবালের প্রাইম ব্যাংক শেষ ম্যাচ খেলবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে, যারা পয়েন্ট টেবিলে এখন ১১ নম্বরে। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ এপ্রিল। পয়েন্ট টেবিলের নিচের ৫টি দলের মধ্যে চলছে অবনমন এড়ানোর লড়াই। পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলের মধ্যে হবে রেলিগেশন লিগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা