× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুজন চান শিখুক ফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ২১:০৩ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ২২:১১ পিএম

সুজন চান শিখুক ফিজ

আইপিএলে মুস্তাফিজুর রহমানের থাকা উচিত কি নাবিষয়টি নিয়ে কথা চালাচালি শেষ হওয়ার নয়। ক্রিকেটপাড়ায় পক্ষে-বিপক্ষে মত। মুস্তাফিজের আইপিএলে শেখার নেইমন্তব্য বাংলাদেশ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের। প্রতিক্রিয়ায় দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন মেতেছেন হাসি-ঠাট্টায়। আরেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য নমনীয়। শেখার জায়গা সবখানেইবলেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাস দেড়েক বাকি। বৈশ্বিক আসরে ক্রিকেটারদের ষোলআনা ‘ফিট’ চায় বিসিবি। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আইপিএলে ডাক পেলেও বিসিবির আপত্তিতে ভারত যাওয়া হয়নি দুজনের। তবে তাদেরই সতীর্থ মুস্তাফিজ খেলছেন চেন্নাই সুপার কিংসে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কড়া শিডিউল মানসিক-শারীরিক অস্থিরতা বাড়াতে পারে। বিসিবির কর্মকর্তাদের অধিকাংশের চাওয়া, মুস্তাফিজের দেশে ফেরা উচিত। জালাল ইউনুস মনে করেন, আইপিএলে ক্রিকেটারদের ফিটনেস, স্বাস্থ্যে অনেক প্রভাব পড়ে।

বিসিবি কর্তার যুক্তি, বিশ্বকাপের আগে কাটার মাস্টারের দেশে ফেরা উচিত। তার উপস্থিতিতে উজ্জীবিত হতে পারে দল। এমনটাই ভাবনা তার। তিনি বলেন, ‘আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু ৪ ওভারের খেলা। কিন্তু এটা কি জানেন কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়। এটা অনেক কষ্ট।’

জালাল ইউনুসের বক্তব্য ‘জোকস’ হিসেবে আখ্যা দেন কাজী সালাউদ্দিন। যদিও সাংবাদিকদের সুজন বলেছেন, ‘শেখার সুযোগ সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকে একটা সিনারিও থেকেও শেখার থাকতে পারে। সেটা কোনো সমস্যা নেই। হয়তোবা উনি (জালাল ইউনুস) এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, মুস্তাফিজ তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মুস্তাফিজ। মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম। জালাল ভাই এই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাফিজ অভিজ্ঞ অনেক। ইন্ডিয়ার অনেক তরুণ বোলার ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে। এভাবেই কথাটা বলেছেন। এটাকে অন্য কোনো মিন করাটা আমার মনে হয় না ঠিক হবে।’

‘তবে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় নিতে হবে। মুস্তাফিজ যদি (পুরো আসর) আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে আর সমস্যা হতো না। অনেকেই বলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলছে... ওরাও তো (পাকিস্তানে খেলছে)। আমাদের দেশে তো দশটা মুস্তাফিজ নেই আসলে। সবচেয়ে বড় কথা এটাই। এটাও চিন্তা করতে হবে’যোগ করেন সুজন।

এদিকে চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে মুস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে তার উইকেটসংখ্যা ১০। আজ ফিজদের সপ্তম ম্যাচ। লখনৌ সুপার জায়ান্টদের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজ যে থাকছেন সেটা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা