× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেসাররা সবাই নাম্বার ওয়ান!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৫:৩১ পিএম

পেসাররা সবাই নাম্বার ওয়ান, বলছেন শরিফুল ইসলাম; ছবি: আ. ই. আলীম

পেসাররা সবাই নাম্বার ওয়ান, বলছেন শরিফুল ইসলাম; ছবি: আ. ই. আলীম

বল হাতে দ্যুতি ছড়িয়েই যাচ্ছেন শরিফুল ইসলাম। জাতীয় দলের মতো ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত এই পেসার। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ধসিয়ে দিয়েছেন শরিফুল। ৩৫ রানের বিনিময়ে শিকার করেছেন ৪ উইকেট। তার আগুনে বোলিংয়ে ডিপিএলে অজেয় গৌরব ধরে রাখল আকাশি-নীল জার্সিধারীরা। ধানমন্ডির ক্লাবটির বিপক্ষে ১০ উইকেটে জয়ের পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন শরিফুল। 

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলে প্রথম পর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে উদ্বোধনী জুটিতেই নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১০.২ ওভারেই সহজ জয় তুলে নেয় আবাহনী। এ নিয়ে চলতি লিগে টানা ১১ ম্যাচেই জিতল গতবারের চ্যাম্পিয়নরা। সুপার লিগে পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বার শিরোপা জিতবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে নিজের বোলিং, চলতি আইপিএলে খেলার প্রস্তাব, জাতীয় দলের বোলিং ইউনিটের সতীর্থ মুস্তাফিজুর রহমানের সঙ্গে সম্পর্কসহ নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন ২২ বছর বয়সি পেসার শরিফুল। ধারাবাহিক সাফল্যের মধ্যে থাকলেও নিজেকে দেশের নাম্বার ওয়ান পেসার মনে করেন না শরিফুল। তার কথায়, ‘আমাকে নাম্বার ওয়ান পেসার বললে ভুল হবে। দেশে আমরা যতজন ফাস্ট বোলার আছি সবাই নাম্বার ওয়ান। যে যখন খেলে, যার যখন সময় আসে সে-ই পারফর্ম করে। নাম্বার ওয়ান না হলে আমরা জাতীয় দলে হয়তো জায়গা পেতাম না।’

দেশকে বড় কিছু দেওয়ার প্রত্যয় শরিফুলের কণ্ঠে। বলেছেন, ‘সবাই চায় ভালো কিছু হোক। পুরো দেশই চায় একটা ট্রফি জিততে। এটা চাপের কিছু না, হয়তো সবার চাওয়া বেশি। আমি আমার দিক থেকে চেষ্টা করব। সাফল্য হয়তো এক দিন আসবে, আর এক দিন আসবে না।’ চলতি আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন কাটার মাস্টার। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে শিকার করেছেন ১০ উইকেট। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা ভালো না কাটলেও  আইপিএলে গিয়ে ছন্দে ফিরেছেন টাইগার এই পেসার। মুস্তাফিজের এমন সাফল্যের রহস্য জানালেন শরিফুলÑ ‘অবশ্যই, মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে প্রায়ই কথা হয়। উনি বলেন, ওখানে চাপ কম। এজন্য বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন।’

মুস্তাফিজের মতো আইপিএল খেলার সুযোগ এসেছিল শরিফুলের কাছেও। তবে এনওসি (অনাপত্তিপত্র) জটিলতায় তার খেলা হয়নি। এক টিভি চ্যানেলকে শরিফুল জানান, ‘লক্ষ্নৌ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল। বিসিবি যদি এনওসি দিত তাহলে হয়তো সুযোগ থাকত। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে তাই এনওসিও ওইভাবেই চিন্তা করে দেওয়া হয়েছে।’ তবে এভাবে খেলতে থাকলে এক দিন ঠিকই আইপিএলে ডাক পাবেন বলে আত্মবিশ্বাসী শরিফুলÑ ‘সুস্থ থাকলে আর যেভাবে খেলে যাচ্ছি এভাবে গেলে এক দিন আইপিএল খেলব। আমার আশা আছে ইচ্ছাও আছে। আর সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা