× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল বাংলাদেশ মেলা ২৬ জানুয়ারি থেকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ডিজিটাল বাংলাদেশ মেলা। ছবি : সংগৃহীত

২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ডিজিটাল বাংলাদেশ মেলা। ছবি : সংগৃহীত

আগামী ২৬ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

মন্ত্রী মোস্তাফা জব্বার এ মেলার আয়োজন সম্পর্কে প্রতিদিনের বাংলাদেশকে জানান, মেলায় এবার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ।’ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের পর স্মার্ট বাংলাদেশের দিকে যে যাত্রা, তার জন্য প্রয়োজন প্রযুক্তির গতিশীল ও মসৃণ মহাসড়ক। সে বিষয় বিবেচনায় রেখেই এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।  

তিনি আরও বলেন, এবারের মেলায় ৮টি সেমিনার অনুষ্ঠিত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ‘স্মার্ট সিটিজেন’ তৈরিকে প্রাধান্য দিয়েই সেমিনারের বিষয়বস্তগুলো নির্ধারণ করা হচ্ছে। এর পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অন্যান্য ক্ষেত্রে যে ধরনের উদ্ভাবন ও প্রস্তুতি দরকার, সে বিষয়গুলোও সেমিনারের বিষয়বস্তুতে আসবে। ফাইভজি প্রযুক্তি কীভাবে মানুষের জীবনযাত্রা আমূল বদলে দিয়ে স্মার্ট দুনিয়ায় নিয়ে যাবে, সে বিষয়ও সবিস্তারে উঠে আসবে।  এ ছাড়া এবারের মেলায় প্রথবারের মতো ডাক ও টেলিযোগাযোগ পদক দেওয়া হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে রচনা প্রতিযোগিতার। তিনি আরও জানান, এর আগে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব ঢাকায় মোবাইল কংগ্রেস করতে চেয়েছিল সেটিও এই ডিজিটাল মেলার সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে এবারের মেলাটি ভিন্নমাত্রা পাচ্ছে।

এ মেলার আয়োজনে বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা দেওয়া দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্টল থাকবে। সেখানে তথ্যপ্রযুক্তির একেবারে নতুন উদ্ভাবন প্রদর্শন করা হবে। তুলে ধরা হবে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে সাফল্যের বিভিন্ন পর্যায় এবং স্মার্ট বাংলাদেশের যাত্রাপথের নানা অনুষঙ্গ।

মেলার আয়োজনে নানাভাবে সমর্থন দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে যুক্ত থাকছে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। এ ছাড়া মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, জেডটিই, মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক, রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকছে। মেলায় স্টল বরাদ্দ এবং অন্যান্যভাবে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানের নিবন্ধন চলছে।  ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ডাক ও  টেলিযোগাযোগ বিভাগ এর আগে ২০২০ সালে প্রথমবারের মতো ডিজিটাল বাংলাদেশ মেলার আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সে মেলার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এবারের মেলা আরও বৈচিত্র্যময় হবে বলে আশা করছেন আয়োজকরা।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা