× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্পিউটার ব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম

সব অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্ব করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস। ছবি : সংগৃহীত

সব অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্ব করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকশ ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। বাতিল করা হয়েছে প্রায় ১০০টি ফ্লাইট। চলাচল স্বাভাবিক করতে কাজ করছে দেশটির উড়োজাহাজ পরিচালনা সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। 

ফ্লাইট ট্র্যাক্রিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়েয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অন্তত ৭৬০টি ফ্লাইট ছাড়তে বিলম্ব হবে বলে জানা গেছে। বাতিল করা হয়েছে অন্তত ৯১টি ফ্লাইট। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদন লেখার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি। 

এক বিবৃতিতে এফএএ জানায়, কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে উড়োজাহাজ চলাচলে দেশজুড়ে বিপর্যয় দেখা দিয়েছে। ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় উড়োজাহাজ চলাচলের রুট সীমিত রয়েছে।

কম্পিউটার ব্যবস্থায় কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, তা স্পষ্ট করেনি এফএএ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের সব অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্ব করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস। যান্ত্রিক ত্রুটির কারণে নিজেদের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে এক টুইটে জানিয়েছে টেক্সাসের অস্টিন-বের্গস্টর্ম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

উড়োজাহাজ পরিবহন বিশেষজ্ঞ পারভেজ দামানিয়া বলেন, ‘এ ধরনের বিপর্যয়ের ঘটনা বেশ দুর্লভ। দেশের উড়োজাহাজ চলাচলের পুরো রুট সর্বশেষ কবে এ ধরনের সমস্যার মুখে পড়েছে, তা স্মরণ করা বেশ কঠিন। নয়-এগারের টুইন টাওয়ার হামলার পর সম্ভবত সর্বশেষ এমনটি হয়েছিল।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা