× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর ইচ্ছেমতো প্রশ্ন নয় বিংকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৩ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিংয়ের নতুন ইন্টারফেস। ছবি : মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিংয়ের নতুন ইন্টারফেস। ছবি : মাইক্রোসফট

ওপেনএআইয়ের কারণে বদলে যাওয়া মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে কিছু সীমাবদ্ধতা আসতে যাচ্ছে।

কোম্পানিটি শুক্রবার জানিয়েছে, ‘এটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত নতুন বিং সার্চ ইঞ্জিনে চ্যাট সেশনগুলোয় প্রতি সেশনে পাঁচটি প্রশ্ন এবং প্রতিদিন ৫০টি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ করা হবে।’

এ বিষয়ে মাইক্রোসফট করপোরেশন এক ব্লগপোস্টে বলেছে, ‘যেমন আমরা সম্প্রতি উল্লেখ করেছি, খুব দীর্ঘ চ্যাট সেশনগুলো নতুন বিংয়ের চ্যাট মডেলকে বিভ্রান্ত করতে পারে। এ সমস্যা সমাধানের জন্য আমরা চ্যাট সেশনগুলোয় ফোকাস করতে কিছু পরিবর্তন প্রয়োগ করতে যাচ্ছি।’

মাইক্রোসফটের এ সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন কিছু মিডিয়া আউটলেট প্রতিবেদন প্রকাশ করে বলেছে, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের উত্তরগুলোব বিপজ্জনক ও প্রযুক্তিটির প্রাইম টাইমের জন্য প্রস্তুত না-ও হতে পারে।

মাইক্রোসফট সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এতে প্রতিষ্ঠানটি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়।

মূলত ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ে সংযুক্তির মাধ্যমে গুগলের একচেটিয়া সার্চ ইঞ্জিনের ব্যবসায় ভাগ বসাতে চাইছে। তবে গুগলও ‘বার্ড’ নামের নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসেছে। এখন সামনের দিনগুলোই বলে দেবে, কোন প্রতিষ্ঠান এ কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জিততে যাচ্ছে।

 

সূত্র : দ্য ভার্জ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা