কয়েন মার্কেট ক্যাপের তথ্যমতে, এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সির ফ্ল্যাগশিপ মুদ্রা হিসেবে পরিচিত বিটকয়েন শুক্রবার দর হারিয়েছে ৬.৮৭ শতাংশ। ছবি : সংগৃহীত
গত বছরটি ক্রিপ্টোকারেন্সি, এনএফটি ও ব্লকচেননির্ভর প্রকল্পের
জন্য মোটেও ভালো ছিল না। কিন্তু চলতি বছরের শুরুতেই ক্রিপ্টোকারেন্সিতে বেশ চাঙাভাব বিরাজ করছিল। যদিও শুক্রবার (৩ মার্চ) অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির নাটকীয়
দরপতনে চিন্তার ভাঁজ পড়েছে এর বিনিয়োগকারীদের কপালে।
অথচ এ দরপতনের আভাস বেশ কয়েক দিন ধরেই লক্ষ করা যাচ্ছিল। কয়েন মার্কেট
ক্যাপের তথ্যমতে, এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সির ফ্ল্যাগশিপ মুদ্রা হিসেবে পরিচিত বিটকয়েন
শুক্রবার দর হারিয়েছে ৬.৮৭ শতাংশ। বর্তমানে প্রতি বিটকয়েনের দাম ২২ হাজার ৩৬৪ ডলার।
অথচ তিন দিন আগেও এর দাম ২৫ হাজার ডলার স্পর্শ করেছিল।
একই অবস্থা ভিটালিক বুটেরিনের জনপ্রিয় মুদ্রা ইথারিয়ামের ক্ষেত্রেও।
কয়েন মার্কেট ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও একই দিনে এটি মূল্য হারিয়েছে ৫.৩৭
শতাংশ। বর্তমানে এর দাম ১ হাজার ৫৬৭ ডলার। এর মোট মার্কেট ক্যাপিং ১৯১.৬১ বিলিয়ন ডলার।
মিম কয়েনগুলোর মধ্যে একসময় ইলন মাস্কের সমর্থনে থাকা ডজকয়েন দর
হারিয়েছে ১১.৩৭ শতাংশ। বর্তমানে প্রতিটি ডজকয়েনের মূল্য ৭ সেন্টের খানিকটা বেশি। এর
মার্কেট ক্যাপিং নেমেছে ৯.৯৪ বিলিয়ন ডলারে। একই অবস্থা শিবা ইনু টোকেনের ক্ষেত্রেও।
এটি দর হারিয়েছে ১৪.০২ শতাংশ। টোকেনটির মার্কেট ক্যাপিং দাঁড়িয়েছে ৬.১৮ বিলিয়ন ডলারে।
অন্যান্য মিম কয়েনের মধ্যে সম্প্রতি ইলনের সমর্থন পাওয়া মিম কয়েন ফ্লোকি ইনু নাটকীয়ভাবে দর হারাচ্ছে। এটি দর হারিয়েছে ১০.৫৭ শতাংশ। মার্কেট ক্যাপিং নেমে এসেছে ৩৬১ মিলিয়ন
ডলারে। দর হারিয়েছে আকিতা ইনুও। গত ২৪ ঘণ্টায় এর দাম কমেছে ১২.৫৮ শতাংশ।
প্রতিশ্রুত মুদ্রা হিসেবে গত বছর বেশ আলোচনায় ছিল সোলানা। বিশেষ করে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিণী মেলানিয়া ট্রাম্প নিজস্ব
এনএফটি সোলানা চেনে নিলামের সিদ্ধান্ত নিলে এর পরিচিতি দ্রুত ক্রিপ্টোজগতে ছড়িয়ে পড়ে।
একসময় এর দাম ২৫০ ডলারও ছাড়িয়ে যায়।
তবে গত বছরের ভাটার পর চলতি বছরের শুরু থেকেই কিছুটা চাঙাভাব দেখা
গিয়েছিল সোলানার ক্ষেত্রে। কয়েন মার্কেট ক্যাপের ক্রিপ্টোকারেন্সি তালিকায় ১১ নম্বরে
থাকা এ কয়েন দর হারিয়েছে ১২.৫৫ শতাংশ। বর্তমানে এর দাম ২০ ডলারের কিছুটা বেশি। বিশ্বে
একমাত্র নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) বিক্রির অফলাইন শপ ছিল সোলানার। সম্প্রতি দুটি
শপই বন্ধ হয়ে যায়। এর আঁচও সোলানার দামে পড়ে থাকতে পারে।
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি তালিকায় ৮ নম্বরে পলিগন দর হারিয়েছে ১৪.৩২ শতাংশ। ১০.০৯ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে এর বর্তমান মূল্য ১.১৫ ডলার। অন্যদিকে তালিকায় ৭ নম্বরে থাকা কার্ডানো দর হারিয়েছে ১৩.৪৫ শতাংশ। ১১.৮৪ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে বর্তমানে এর দাম ৩৩ সেন্টের কিছুটা বেশি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.